০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাংবাদিকদের শেষ হলো পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র উদ্যোগে রাজবাড়ী জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে তিন দিনের পৃথক দুটি প্রশিক্ষণ কর্র্মশালা রোববার শেষ হয়েছে। রাজবাড়ীর সার্কিট হাউজ মিলনাতয়নে তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

পিআইবির পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষন) মোহাম্মদ আফরাজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি এজাজ আহম্মেদ, কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, ভোরের কাগজের পাংশা প্রতিনিধি মোক্তার হোসেন প্রমূখ। বক্তব্য শেষে সদ্য প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমান স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবত পালন করা হয়। পরে প্রশিক্ষনে অংশগ্রহণকারী সকলের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি কাজী কেরামত আলীসহ উপস্থিত অতিথিবৃন্দ সকলের হাতে সনদপত্র তুলে দেন।

তিন দিন ব্যাপী (৪-৬ ফেব্রুয়ারী) প্রশিক্ষণ কর্মশালায় ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ ও বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরসহ চার উপজেলার মোট ৭০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। কর্মশালায় দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার বিশিষ্ট গণমাধ্যকর্মীগন প্রশিক্ষণ প্রদান করেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারী কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সাংবাদিকদের আমরা থার্ড আই বলে থাকি। দেশের উন্নয়নের চিত্র, সরকার ও প্রশাসনের ত্রুটি, বিচ্যুতিগুলো জন সাধারণের সামনে তুলে ধরতে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করে থাকে। পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। শেখার কোন বয়স বা সীমা রেখা নাই। আশা করি আপনারা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশ ও জেলার মান অক্ষন্ন রাখবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে সাংবাদিকদের শেষ হলো পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

পোস্ট হয়েছেঃ ০৭:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র উদ্যোগে রাজবাড়ী জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিয়ে তিন দিনের পৃথক দুটি প্রশিক্ষণ কর্র্মশালা রোববার শেষ হয়েছে। রাজবাড়ীর সার্কিট হাউজ মিলনাতয়নে তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

পিআইবির পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষন) মোহাম্মদ আফরাজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি এজাজ আহম্মেদ, কালের কণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, ভোরের কাগজের পাংশা প্রতিনিধি মোক্তার হোসেন প্রমূখ। বক্তব্য শেষে সদ্য প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমান স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবত পালন করা হয়। পরে প্রশিক্ষনে অংশগ্রহণকারী সকলের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি কাজী কেরামত আলীসহ উপস্থিত অতিথিবৃন্দ সকলের হাতে সনদপত্র তুলে দেন।

তিন দিন ব্যাপী (৪-৬ ফেব্রুয়ারী) প্রশিক্ষণ কর্মশালায় ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ ও বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরসহ চার উপজেলার মোট ৭০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। কর্মশালায় দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার বিশিষ্ট গণমাধ্যকর্মীগন প্রশিক্ষণ প্রদান করেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারী কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সাংবাদিকদের আমরা থার্ড আই বলে থাকি। দেশের উন্নয়নের চিত্র, সরকার ও প্রশাসনের ত্রুটি, বিচ্যুতিগুলো জন সাধারণের সামনে তুলে ধরতে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করে থাকে। পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। শেখার কোন বয়স বা সীমা রেখা নাই। আশা করি আপনারা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশ ও জেলার মান অক্ষন্ন রাখবে।