০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দেবগ্রামবাসীর স্বপ্ন পূরনে নির্মিত হচ্ছে ‘মোস্তফা মুন্সী হাই স্কুল এন্ড টেকনিক্যাল ইনষ্টিটিউট’

  • রাজবাড়ী মেইল ডেস্ক
  • পোস্ট হয়েছেঃ ০৭:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ২০৯ জন পড়েছেনঃ

নিজস্ব প্রতিবেদকঃ চারটি ইউনিয়ন ও পৌরসভা মিলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা। এরমধ্যে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের অর্ধেক নদীগর্ভে বিলীন। ভাঙনের কারণে তেমন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দেবগ্রামের মানুষ শিক্ষা থেকে অনেক পিছিয়ে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এখন পূরন হতে চলেছে। ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দেবগ্রামের তেনাপচা এলাকায় ‘মোস্তফা মুন্সী হাই স্কুল এন্ড টেকনিক্যাল ইনষ্টিটিউট’ এর ভিত্তি স্থাপন করা হয়। উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর অর্থায়নে ১ একর ১৩ শতাংশ জায়গার ওপর নির্মিত হচ্ছে বিদ্যালয়টি। এছাড়া স্থাপিত হচ্ছে হাসপাতাল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন, মসজিদ এবং প্রস্তাবিত বাজার।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী, আ.লীগের সহসভাপতি সহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মোস্তফা মেটাল এর পরিচালক মো. সেলিম মুন্সী, দেবগ্রাম ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

গিয়াস উদ্দিন শেখ বলেন, দেবগ্রাম ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। পাশের ছোটভাকলা ইউনিয়নে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর নির্বাচিত অভিভাবক সদস্য ছিলাম। এ অঞ্চলের মানুষ শিক্ষা থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হতে চলেছে। আমাদের সন্তানরা যাতে শিক্ষা দীক্ষায় পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবো।

 

ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, দেবগ্রামে ভাঙনে প্রতি বছর শত শত একর জমি ও পরিবার গৃহহীন হচ্ছে। ইউনিয়নের ১৪টি মৌজার মধ্যে অনেক আগেই ৬টি বিলীন হয়েছে। এখানকার মানুষ প্রতিনিয়ত ভাঙনের সাথে মোকাবেলা করে। বহু আগে বিদ্যালয়ের জন্য সরকারি বরাদ্দ আসলে জায়গার অভাবে অন্যত্র যায়। ভাঙনে বসতবাড়ি বিলীন ও বাবার মৃত্যুতে পড়াশুনা মাধ্যমিকে শেষ হয়। এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরন করতে মোস্তফা মুন্সী হাইস্কুল ও কারিগরি বিদ্যালয় নির্মাণে এগিয়ে এসেছে। ১৫ লক্ষাধিক টাকায় জমি ক্রয়, আরো প্রায় ১৫ লাখ টাকার মাটি ভরাট এবং ভবন নির্মানে প্রায় ১৫-২০ লাখ সহ অর্ধ কোটি টাকা ব্যায় হচ্ছে। এখন শিক্ষার জন্য আর কোথাও ছুটতে হবেনা।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী বলেন, গ্রামের বাড়ি দৌলতদিয়ার অজোপাড়া হওয়ায় বহুদূর পথ হেটে বিদ্যালয়ে যেতাম। আমি জানি বহুদূর হেটে বিদ্যালয়ে গিয়ে পড়াশুনা করা কতটা কষ্টের। আল্লাহ আমায় এখন সামর্থ দিয়েছেন। কোম্পানীর লভ্যাংশের বেশিরভাগ অর্থ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যায় করছি। কর্মের মধ্যদিয়ে শত শত বছর বেঁচে থাকতে চাই।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, অত্র অঞ্চলের চার কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় নেই। এ অঞ্চলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন খুবই দরকার ছিল। ব্যক্তিগতভাবে মোস্তফা মুন্সী যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবী রাখেন। মনে করি, দেবগ্রাম ইউনিয়নের মানুষ এখন আর শিক্ষায় পিছিয়ে থাকবেনা।

ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে মাধ্যমিকের পাশাপাশি কারিগরি শিক্ষা চলবে। এমন উদ্যোগের সাথে সর্বাত্মক সহযোগিতা থাকবে। অনুরোধ করবো কারিগরির প্রয়োজনীয় সার্পোট যেন থাকে। এলাকার মানুষকে বলবো আর অন্যত্র যেতে হবেনা। আপনার সন্তানকে এখানে অবশ্যই পাঠাবেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দেবগ্রামবাসীর স্বপ্ন পূরনে নির্মিত হচ্ছে ‘মোস্তফা মুন্সী হাই স্কুল এন্ড টেকনিক্যাল ইনষ্টিটিউট’

পোস্ট হয়েছেঃ ০৭:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ চারটি ইউনিয়ন ও পৌরসভা মিলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা। এরমধ্যে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের অর্ধেক নদীগর্ভে বিলীন। ভাঙনের কারণে তেমন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দেবগ্রামের মানুষ শিক্ষা থেকে অনেক পিছিয়ে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এখন পূরন হতে চলেছে। ব্যক্তি উদ্যোগে নির্মিত হচ্ছে মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দেবগ্রামের তেনাপচা এলাকায় ‘মোস্তফা মুন্সী হাই স্কুল এন্ড টেকনিক্যাল ইনষ্টিটিউট’ এর ভিত্তি স্থাপন করা হয়। উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর অর্থায়নে ১ একর ১৩ শতাংশ জায়গার ওপর নির্মিত হচ্ছে বিদ্যালয়টি। এছাড়া স্থাপিত হচ্ছে হাসপাতাল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন, মসজিদ এবং প্রস্তাবিত বাজার।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী, আ.লীগের সহসভাপতি সহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মোস্তফা মেটাল এর পরিচালক মো. সেলিম মুন্সী, দেবগ্রাম ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

গিয়াস উদ্দিন শেখ বলেন, দেবগ্রাম ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। পাশের ছোটভাকলা ইউনিয়নে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর নির্বাচিত অভিভাবক সদস্য ছিলাম। এ অঞ্চলের মানুষ শিক্ষা থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হতে চলেছে। আমাদের সন্তানরা যাতে শিক্ষা দীক্ষায় পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবো।

 

ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, দেবগ্রামে ভাঙনে প্রতি বছর শত শত একর জমি ও পরিবার গৃহহীন হচ্ছে। ইউনিয়নের ১৪টি মৌজার মধ্যে অনেক আগেই ৬টি বিলীন হয়েছে। এখানকার মানুষ প্রতিনিয়ত ভাঙনের সাথে মোকাবেলা করে। বহু আগে বিদ্যালয়ের জন্য সরকারি বরাদ্দ আসলে জায়গার অভাবে অন্যত্র যায়। ভাঙনে বসতবাড়ি বিলীন ও বাবার মৃত্যুতে পড়াশুনা মাধ্যমিকে শেষ হয়। এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরন করতে মোস্তফা মুন্সী হাইস্কুল ও কারিগরি বিদ্যালয় নির্মাণে এগিয়ে এসেছে। ১৫ লক্ষাধিক টাকায় জমি ক্রয়, আরো প্রায় ১৫ লাখ টাকার মাটি ভরাট এবং ভবন নির্মানে প্রায় ১৫-২০ লাখ সহ অর্ধ কোটি টাকা ব্যায় হচ্ছে। এখন শিক্ষার জন্য আর কোথাও ছুটতে হবেনা।

মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী বলেন, গ্রামের বাড়ি দৌলতদিয়ার অজোপাড়া হওয়ায় বহুদূর পথ হেটে বিদ্যালয়ে যেতাম। আমি জানি বহুদূর হেটে বিদ্যালয়ে গিয়ে পড়াশুনা করা কতটা কষ্টের। আল্লাহ আমায় এখন সামর্থ দিয়েছেন। কোম্পানীর লভ্যাংশের বেশিরভাগ অর্থ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যায় করছি। কর্মের মধ্যদিয়ে শত শত বছর বেঁচে থাকতে চাই।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, অত্র অঞ্চলের চার কিলোমিটারের মধ্যে কোন বিদ্যালয় নেই। এ অঞ্চলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন খুবই দরকার ছিল। ব্যক্তিগতভাবে মোস্তফা মুন্সী যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবী রাখেন। মনে করি, দেবগ্রাম ইউনিয়নের মানুষ এখন আর শিক্ষায় পিছিয়ে থাকবেনা।

ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে মাধ্যমিকের পাশাপাশি কারিগরি শিক্ষা চলবে। এমন উদ্যোগের সাথে সর্বাত্মক সহযোগিতা থাকবে। অনুরোধ করবো কারিগরির প্রয়োজনীয় সার্পোট যেন থাকে। এলাকার মানুষকে বলবো আর অন্যত্র যেতে হবেনা। আপনার সন্তানকে এখানে অবশ্যই পাঠাবেন।