০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গরু নিয়ে ঘাটে ১২ ঘন্টা আটকে আছি, সারারাত ঘুমাইনি

মইন মৃধা, রাজবাড়ীঃ কুষ্টিয়া থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ছেড়ে এসে রাত টার দিকে গোয়ালন্দ উপজেলা ওয়েটস্কেলে এসে আটকা পড়েন গরু বোঝাই চিটাগংগামী ট্রাক ঢাকা মেট্রো১৮০০৩৭ চালক সোহাগ। শুক্রবার দুপুর ১২টার দিকে তার সাথে কথা হয় দৌলতদিয়া ৪নং ফেরি ঘাটে।

 

তিনি বলেন, ১৫ ঘন্টা পার হলো এখনো ফেরি দেখা পাইনি। গাড়িতে ১৯টি গরু রয়েছে। ভয় হচ্ছে যে পরিমাণ রোদ্র গরম পড়ছে তাতে কোন গরু অসুস্থ হয়ে না পড়ে। যদি দ্রুত ফেরি পার হতে পারতাম তাহলে দুশ্চিতা মুক্ত হতো।

 

তিনি আরো বলেন, ট্রাক থেকে একটু নামতেও পারিনা, একটু একটু করে ট্রাক টানতে হয়। খোলা জায়গায় সিরিয়ালে থেকে ঠিকমতো খেতেও পারিনা। রাতে একটু ঘুমাতেও পারিনি। আশে পাশে কোন পাবলিক টয়লেটের ব্যবস্থাও নেই। দৌলতদিয়া ঘাট দিয়ে যখনই পার হয়েছি যন্ত্রনা ছাড়া কখনো ফেরিতে উঠতে পারিনি

 

ট্রাকে থাকা গরুর ব্যবসায়ী সিদ্দিক কাজী বলেন, সারারাত গুরুর ট্রাকের উপরেই বসে ছিলাম। হাতপাখা দিয়ে গরুগুলোকে বাতাস করেছি। ১২ ঘন্টা পার হলো তবুও ফেরিতে উঠতে পারলাম না।তারপর আবার ফেরি পার হয়ে চিটাগং পর্যন্ত যেতে হবে। গরমে গরুগুলো নিয়ে অনেক চিন্তায় পড়েছি। কখন পার হবো সেই চিন্তায় আছি!

 

সরজমিনে শুক্রবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারনে সড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। প্রতিদিন বিকাল হলেই কাঁচামালবাহী ট্রাক যাত্রীবাহী বাসের চাপ বাড়াতে অপচনশীল ট্রাকের সারি তৈরি হয়। শুক্রবার ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকাখুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত কিলোমিটার এলাকাজুড়ে অপনশীল পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এরমধ্যে কিলোমিটার যাত্রীবাহী বাসের সারিও রয়েছে। এদিকে ঘাটের ওপর চাপ কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ীকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপনশীল পন্যবাহী ট্রাকের কিলোমিটার সারি রয়েছে

 

যশোর থেকে হানিফ পরিবহনে ঘাটে বাস থেকে নেমে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে লঞ্চঘাটে যাচ্ছেন শরিফ মাহমুদ। তিনি বলেন, আর কতক্ষন বাসে বসে থাকব? বিরক্ত হয়ে বাস থেকে নেমে হেঁটে লঞ্চঘাটে যাচ্ছি। কাল পদ্মা সেতু চালু হচ্ছে, আশা করছি ঘাটে আর এরপর থেকে জ্যাম থাকবেনা

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, পদ্মা নদীতে প্রতিদিনই পানি বাড়ছে। পানির তীব্র স্রোতে ফেরিগুলো ধীরগতিতে চলছে। প্রতিটি ফেরি লোডকরাসহ নদী পার হতে এক ঘন্টার উপরে লাগছে। এতে করে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। যার ফলে ঘাটে নদী পারের অপেক্ষায় কয়েক যানবাহন আটকে আছে। তবে আমরা পচনশীল ট্রাক যাত্রীবাহী বাস আগে পার করছি। বর্তমানে নৌপথে ছোটবড় ১৯টি ফেরি যানবাহন যাত্রী পারাপারে চলাচল করছে

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গরু নিয়ে ঘাটে ১২ ঘন্টা আটকে আছি, সারারাত ঘুমাইনি

পোস্ট হয়েছেঃ ০৯:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২

মইন মৃধা, রাজবাড়ীঃ কুষ্টিয়া থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ছেড়ে এসে রাত টার দিকে গোয়ালন্দ উপজেলা ওয়েটস্কেলে এসে আটকা পড়েন গরু বোঝাই চিটাগংগামী ট্রাক ঢাকা মেট্রো১৮০০৩৭ চালক সোহাগ। শুক্রবার দুপুর ১২টার দিকে তার সাথে কথা হয় দৌলতদিয়া ৪নং ফেরি ঘাটে।

 

তিনি বলেন, ১৫ ঘন্টা পার হলো এখনো ফেরি দেখা পাইনি। গাড়িতে ১৯টি গরু রয়েছে। ভয় হচ্ছে যে পরিমাণ রোদ্র গরম পড়ছে তাতে কোন গরু অসুস্থ হয়ে না পড়ে। যদি দ্রুত ফেরি পার হতে পারতাম তাহলে দুশ্চিতা মুক্ত হতো।

 

তিনি আরো বলেন, ট্রাক থেকে একটু নামতেও পারিনা, একটু একটু করে ট্রাক টানতে হয়। খোলা জায়গায় সিরিয়ালে থেকে ঠিকমতো খেতেও পারিনা। রাতে একটু ঘুমাতেও পারিনি। আশে পাশে কোন পাবলিক টয়লেটের ব্যবস্থাও নেই। দৌলতদিয়া ঘাট দিয়ে যখনই পার হয়েছি যন্ত্রনা ছাড়া কখনো ফেরিতে উঠতে পারিনি

 

ট্রাকে থাকা গরুর ব্যবসায়ী সিদ্দিক কাজী বলেন, সারারাত গুরুর ট্রাকের উপরেই বসে ছিলাম। হাতপাখা দিয়ে গরুগুলোকে বাতাস করেছি। ১২ ঘন্টা পার হলো তবুও ফেরিতে উঠতে পারলাম না।তারপর আবার ফেরি পার হয়ে চিটাগং পর্যন্ত যেতে হবে। গরমে গরুগুলো নিয়ে অনেক চিন্তায় পড়েছি। কখন পার হবো সেই চিন্তায় আছি!

 

সরজমিনে শুক্রবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারনে সড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। প্রতিদিন বিকাল হলেই কাঁচামালবাহী ট্রাক যাত্রীবাহী বাসের চাপ বাড়াতে অপচনশীল ট্রাকের সারি তৈরি হয়। শুক্রবার ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকাখুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত কিলোমিটার এলাকাজুড়ে অপনশীল পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এরমধ্যে কিলোমিটার যাত্রীবাহী বাসের সারিও রয়েছে। এদিকে ঘাটের ওপর চাপ কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ীকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপনশীল পন্যবাহী ট্রাকের কিলোমিটার সারি রয়েছে

 

যশোর থেকে হানিফ পরিবহনে ঘাটে বাস থেকে নেমে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে লঞ্চঘাটে যাচ্ছেন শরিফ মাহমুদ। তিনি বলেন, আর কতক্ষন বাসে বসে থাকব? বিরক্ত হয়ে বাস থেকে নেমে হেঁটে লঞ্চঘাটে যাচ্ছি। কাল পদ্মা সেতু চালু হচ্ছে, আশা করছি ঘাটে আর এরপর থেকে জ্যাম থাকবেনা

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, পদ্মা নদীতে প্রতিদিনই পানি বাড়ছে। পানির তীব্র স্রোতে ফেরিগুলো ধীরগতিতে চলছে। প্রতিটি ফেরি লোডকরাসহ নদী পার হতে এক ঘন্টার উপরে লাগছে। এতে করে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। যার ফলে ঘাটে নদী পারের অপেক্ষায় কয়েক যানবাহন আটকে আছে। তবে আমরা পচনশীল ট্রাক যাত্রীবাহী বাস আগে পার করছি। বর্তমানে নৌপথে ছোটবড় ১৯টি ফেরি যানবাহন যাত্রী পারাপারে চলাচল করছে