০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে স্বাস্থ্যবিধি মেনে শেষ হলো পাঁচদিন ব্যাপী কাত্যায়নী পুজা

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নগর রায়ের পাড়া (বটতলা) সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী কাত্যায়নী পুজা মঙ্গলবার দিবাগত রাতে শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশ করে পূজা দর্শন ও পুষ্পাঞ্জলি প্রদান করেছেন।

করোনা ভাইরাসের কারণে এ বছর অনেকটা নিরবচ্ছিন্ন ভাবে অনুষ্ঠান প্রতিপালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, নৃত্য পরিবেশন, আরতি প্রতিযোগিতা ও নাটক মঞ্চস্থ না হলেও এবার দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে শুধুমাত্র প্রতিমা দর্শন করেছেন। স্থানীয় ভক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী স্বাস্থবিধি মেনে অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল।

মঙ্গলবার দিবাগত রাতে দেখা যায়, স্থানীয় ফুলের কুঁড়ি মানব সেবা সংঘের আয়োজনে এ পুজাতে আলোকসজ্জা করা হয়েছে । চারপাশে সীমিত আকারে দোকানপাট বসেছে।

অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা বিমল চন্দ্র রায় বলেন, করোনা ভাইরাসের কারণে আমরা এবার তেমন কোনো জাঁকজমক অনুষ্ঠান করতে পারিনি। এবার শুধু প্রথা পালন করেছি মাত্র। তবে আমাদের অনুষ্ঠানে লোকজন বেশ ভালই সাড়া দিয়েছিল। অনুষ্ঠানের সভাপতি অখিল বৈরাগী ও সহ-সভাপতি ইন্দ্রজিৎ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক আশুতোষ রায় প্রমুখ ব্যক্তিবর্গ সহ কমিটির সকলের আন্তরিক প্রচেষ্টায় পাঁচ দিনব্যাপী কাত্যায়নী পূজার সবকিছু সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

পুজা মন্দিরের পুরোহিত গোবিন্দ ভট্টাচার্য বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বিজয় দশমীতে দর্পণ বিসর্জনের মাধ্যমে পাঁচদিন ব্যাপী কাত্যায়নী পুজা উৎসবের পরিসমাপ্তি ঘটেছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে স্বাস্থ্যবিধি মেনে শেষ হলো পাঁচদিন ব্যাপী কাত্যায়নী পুজা

পোস্ট হয়েছেঃ ০৫:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০

জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নগর রায়ের পাড়া (বটতলা) সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী কাত্যায়নী পুজা মঙ্গলবার দিবাগত রাতে শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশ করে পূজা দর্শন ও পুষ্পাঞ্জলি প্রদান করেছেন।

করোনা ভাইরাসের কারণে এ বছর অনেকটা নিরবচ্ছিন্ন ভাবে অনুষ্ঠান প্রতিপালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, নৃত্য পরিবেশন, আরতি প্রতিযোগিতা ও নাটক মঞ্চস্থ না হলেও এবার দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে শুধুমাত্র প্রতিমা দর্শন করেছেন। স্থানীয় ভক্তবৃন্দ ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী স্বাস্থবিধি মেনে অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল।

মঙ্গলবার দিবাগত রাতে দেখা যায়, স্থানীয় ফুলের কুঁড়ি মানব সেবা সংঘের আয়োজনে এ পুজাতে আলোকসজ্জা করা হয়েছে । চারপাশে সীমিত আকারে দোকানপাট বসেছে।

অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা বিমল চন্দ্র রায় বলেন, করোনা ভাইরাসের কারণে আমরা এবার তেমন কোনো জাঁকজমক অনুষ্ঠান করতে পারিনি। এবার শুধু প্রথা পালন করেছি মাত্র। তবে আমাদের অনুষ্ঠানে লোকজন বেশ ভালই সাড়া দিয়েছিল। অনুষ্ঠানের সভাপতি অখিল বৈরাগী ও সহ-সভাপতি ইন্দ্রজিৎ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক আশুতোষ রায় প্রমুখ ব্যক্তিবর্গ সহ কমিটির সকলের আন্তরিক প্রচেষ্টায় পাঁচ দিনব্যাপী কাত্যায়নী পূজার সবকিছু সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

পুজা মন্দিরের পুরোহিত গোবিন্দ ভট্টাচার্য বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বিজয় দশমীতে দর্পণ বিসর্জনের মাধ্যমে পাঁচদিন ব্যাপী কাত্যায়নী পুজা উৎসবের পরিসমাপ্তি ঘটেছে।