০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অরাজনৈতিক কার্যকলাপের অভিযোগে গোয়ালন্দ স্বেচ্ছাসেবকলীগ কমিটি ‘বিলুপ্ত’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ অসাংগঠনিক সংগঠন বর্হিভূত, অরাজনৈতিক কার্যকলাপের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস মঙ্গলবার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন। উপজেলা কমিটির দাবী, জেলা কমিটি কখনই উপজেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে পারে না।

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১১ নভেম্বর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে মো. ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী নির্বাচিত হন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে আসাদুজ্জামান চৌধুরী এক বছর ধরে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি গোয়ালন্দের কয়েকজন ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়। ২মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপজেলার চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে গভীররাতে পুলিশ অভিযান চালায়। সেখানে গাঁজাসহ মাদক সেবনের উপস্থিতি দেখা যায়। এ ঘটনায় পুলিশ ওই সময় বিদ্যালয়ের নৈশ প্রহরীকে আটক করে। এসময় সেখানে ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরীর উপস্থিতি দেখা যায়। গোয়ালন্দ ঘাট থানার তখনকার ওসি রবিউল ইসলামের ধারণকৃত ভিডিওতে আসাদ চৌধুরীকে হাত দিয়ে বারণ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরবর্তীতে আসাদুজ্জামান চৌধুরী ভিডিও বক্তব্যে বলেন, ১৩ মাস আগে চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় বসে স্থানীয় কয়েক যুবককে তাস খেলতে দেখে পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমি উপস্থিত হই। এসময় ওসি রবিউল ইসলাম ভিডিও করতে থাকলে তার সাথে উচ্চবাক্য বিনিময় হয়। ভিডিও উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহম্মেদ ও সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ সভাপতি বাবু ফেসবুক থেকে মাদক সেবন বলে অপপ্রচার চালায়। অথচ ছাত্রলীগের রাজনীতিতে তাদের আমি নিজ হাতে সর্ম্পৃক্ত করেছি। ভিডিওর কোথাও মাদক সেবনের কিছু দেখা যায়নি। একটি মহল রাজনৈতিকভাবে হয়রানী করতে ভিডিওটি এডিটিং করে প্রচার করছে।

এ ঘটনার পরদিন গত মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন বর্হিভূত, অরাজনৈতিক কার্যকলাপের কারণে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তিটি বুধবার (১১ নভেম্বর) সাংবাদিকদের হাতে এসে পৌছে।
আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমি কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি। তাঁরা বলেছেন, জেলা কমিটি কখনই উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করতে পারেন না। যে কারণে আমি মনে করি আমাদের কমিটি এখনো বহাল রয়েছে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ বলেন, সাংগঠনিক নিয়মেই আমরা গোয়ালন্দ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করেছি। আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

অরাজনৈতিক কার্যকলাপের অভিযোগে গোয়ালন্দ স্বেচ্ছাসেবকলীগ কমিটি ‘বিলুপ্ত’ ঘোষণা

পোস্ট হয়েছেঃ ০৩:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ অসাংগঠনিক সংগঠন বর্হিভূত, অরাজনৈতিক কার্যকলাপের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস মঙ্গলবার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন। উপজেলা কমিটির দাবী, জেলা কমিটি কখনই উপজেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে পারে না।

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১১ নভেম্বর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে মো. ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী নির্বাচিত হন। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে আসাদুজ্জামান চৌধুরী এক বছর ধরে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি গোয়ালন্দের কয়েকজন ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়। ২মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপজেলার চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে গভীররাতে পুলিশ অভিযান চালায়। সেখানে গাঁজাসহ মাদক সেবনের উপস্থিতি দেখা যায়। এ ঘটনায় পুলিশ ওই সময় বিদ্যালয়ের নৈশ প্রহরীকে আটক করে। এসময় সেখানে ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরীর উপস্থিতি দেখা যায়। গোয়ালন্দ ঘাট থানার তখনকার ওসি রবিউল ইসলামের ধারণকৃত ভিডিওতে আসাদ চৌধুরীকে হাত দিয়ে বারণ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরবর্তীতে আসাদুজ্জামান চৌধুরী ভিডিও বক্তব্যে বলেন, ১৩ মাস আগে চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় বসে স্থানীয় কয়েক যুবককে তাস খেলতে দেখে পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমি উপস্থিত হই। এসময় ওসি রবিউল ইসলাম ভিডিও করতে থাকলে তার সাথে উচ্চবাক্য বিনিময় হয়। ভিডিও উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহম্মেদ ও সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ সভাপতি বাবু ফেসবুক থেকে মাদক সেবন বলে অপপ্রচার চালায়। অথচ ছাত্রলীগের রাজনীতিতে তাদের আমি নিজ হাতে সর্ম্পৃক্ত করেছি। ভিডিওর কোথাও মাদক সেবনের কিছু দেখা যায়নি। একটি মহল রাজনৈতিকভাবে হয়রানী করতে ভিডিওটি এডিটিং করে প্রচার করছে।

এ ঘটনার পরদিন গত মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন বর্হিভূত, অরাজনৈতিক কার্যকলাপের কারণে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তিটি বুধবার (১১ নভেম্বর) সাংবাদিকদের হাতে এসে পৌছে।
আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমি কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি। তাঁরা বলেছেন, জেলা কমিটি কখনই উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করতে পারেন না। যে কারণে আমি মনে করি আমাদের কমিটি এখনো বহাল রয়েছে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ বলেন, সাংগঠনিক নিয়মেই আমরা গোয়ালন্দ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করেছি। আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানান।