০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফেরি থেকে পদ্মায় পড়ে নিখোঁজের ১২ ঘন্টা পর ফরিদপুরে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কুষ্টিয়া থেকে সাভার যাওয়ার পথে বুধবার দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ফেরি থেকে পদ্মায় পড়ে যাওয়া নিখোঁজ মোজাফফর হোসেন ওরফে নান্নুর (৬৫) লাশ ১২ ঘন্টা পর ফরিদপুর সিএনবি ঘাট এলাকায় পাওয়া গেছে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশের জন্য অপেক্ষা করছেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার চৌরহাস কলোনী এলাকার ফুলতলা গ্রামের মৃত ইসলাম শেখ এর ছেলে।

নিহত ব্যক্তির জামাতা আশরাফুল ইসলাম জানান, বিকেলে ফরিদপুরের সিএনবি ঘাট পদ্মা নদী থেকে এক বয়স্ক ব্যক্তির লাশ পাওয়া গেছে জানতে পেরে সন্ধ্যায় ফরিদপুর এসএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়িতে পৌছেন। সেখানে বুধবার দিনগত মধ্যরাতে দৌলতদিয়ার পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ শ্বশুর মোজাফফর হোসেরনর লাশ শনাক্ত করেন। বিনা ময়না তদন্তে দাফনের জন্য আবেদন নিয়ে তাঁরা সন্ধ্যার পর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যান অপেক্ষা করছেন।

নিহতের পরিবার জানায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে লালন পরিবহনের একটি বাসে করে নিহত মোজাফফর হোসেন তার মেয়ে নাসরিন আক্তার, তিন বছর বয়সী নাতনী ও ভাতিজাকে সাথে করে সাভার হেমায়েতপুর মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় পৌছে যানজটে আটকা পড়েন। দুইটার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে অপেক্ষমান ফেরি কেরামত আলীতে ওঠেন। বাস থেকে নেমে তিনি ফেরির সাইড পকেটের সামনে দাঁড়ান। ফেরিটি ঘাট ছেড়ে দিলে পন্টুনের ধাক্কায় পকেটের ফাঁকা জায়গা দিয়ে পদ্মা নদীতে পড়ে যান। ফেরির ষ্টাফরা রশি ফেলে উদ্ধারের চেষ্টা করলে চোখের পলকে ভেসে যায়। খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।

জামাতা আশরাফুল ইসলাম বলেন, বুধবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। কিন্তু তাদের তৎপরতা তেমন সন্তোষজনক ছিলোনা। অনেক দেরিতে ঘটনাস্থলে এলেও উদ্ধার তৎপরতা দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে পাটুরিয়া থেকে ডুবুরি দল সকাল সাড়ে ৮টার দিকে আসে। কিছুক্ষণ স্পীডবোট নিয়ে খোঁজ নিয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে কর্তৃপক্ষসহ ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তেমন কিছু করতে পারেনি। মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার সকালে এসে উদ্ধার অভিযান চালায়। বেলা দুইটার দিকে খবর পাই ফরিদপুরের সিএনবি ঘাট পদ্মা নদীতে এক বয়স্ক ব্যক্তির লাশ ভাসছে। সেখানকার নৌপুলিশ লাশটি উদ্ধার করেছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

ফরিদপুরের সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয় এক ব্যক্তি লাশ ভাসতে দেখে খবর দেয়। দ্রুত পদ্মা নদীতে গিয়ে লাশটি উদ্ধার করি। সন্ধ্যায় পরিবারের লোকজন এসে নিখোঁজ মোজাফফর হোসেন এর লাশ হিসেবে শনাক্ত করেন। বিনা ময়না তদন্তে লাশ নিতেই তারা জেলা প্রশাসকের কাছে গিয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফেরি থেকে পদ্মায় পড়ে নিখোঁজের ১২ ঘন্টা পর ফরিদপুরে লাশ উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৮:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কুষ্টিয়া থেকে সাভার যাওয়ার পথে বুধবার দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ফেরি থেকে পদ্মায় পড়ে যাওয়া নিখোঁজ মোজাফফর হোসেন ওরফে নান্নুর (৬৫) লাশ ১২ ঘন্টা পর ফরিদপুর সিএনবি ঘাট এলাকায় পাওয়া গেছে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশের জন্য অপেক্ষা করছেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার চৌরহাস কলোনী এলাকার ফুলতলা গ্রামের মৃত ইসলাম শেখ এর ছেলে।

নিহত ব্যক্তির জামাতা আশরাফুল ইসলাম জানান, বিকেলে ফরিদপুরের সিএনবি ঘাট পদ্মা নদী থেকে এক বয়স্ক ব্যক্তির লাশ পাওয়া গেছে জানতে পেরে সন্ধ্যায় ফরিদপুর এসএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়িতে পৌছেন। সেখানে বুধবার দিনগত মধ্যরাতে দৌলতদিয়ার পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ শ্বশুর মোজাফফর হোসেরনর লাশ শনাক্ত করেন। বিনা ময়না তদন্তে দাফনের জন্য আবেদন নিয়ে তাঁরা সন্ধ্যার পর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যান অপেক্ষা করছেন।

নিহতের পরিবার জানায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে লালন পরিবহনের একটি বাসে করে নিহত মোজাফফর হোসেন তার মেয়ে নাসরিন আক্তার, তিন বছর বয়সী নাতনী ও ভাতিজাকে সাথে করে সাভার হেমায়েতপুর মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় পৌছে যানজটে আটকা পড়েন। দুইটার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে অপেক্ষমান ফেরি কেরামত আলীতে ওঠেন। বাস থেকে নেমে তিনি ফেরির সাইড পকেটের সামনে দাঁড়ান। ফেরিটি ঘাট ছেড়ে দিলে পন্টুনের ধাক্কায় পকেটের ফাঁকা জায়গা দিয়ে পদ্মা নদীতে পড়ে যান। ফেরির ষ্টাফরা রশি ফেলে উদ্ধারের চেষ্টা করলে চোখের পলকে ভেসে যায়। খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।

জামাতা আশরাফুল ইসলাম বলেন, বুধবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। কিন্তু তাদের তৎপরতা তেমন সন্তোষজনক ছিলোনা। অনেক দেরিতে ঘটনাস্থলে এলেও উদ্ধার তৎপরতা দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে পাটুরিয়া থেকে ডুবুরি দল সকাল সাড়ে ৮টার দিকে আসে। কিছুক্ষণ স্পীডবোট নিয়ে খোঁজ নিয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে কর্তৃপক্ষসহ ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তেমন কিছু করতে পারেনি। মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার সকালে এসে উদ্ধার অভিযান চালায়। বেলা দুইটার দিকে খবর পাই ফরিদপুরের সিএনবি ঘাট পদ্মা নদীতে এক বয়স্ক ব্যক্তির লাশ ভাসছে। সেখানকার নৌপুলিশ লাশটি উদ্ধার করেছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

ফরিদপুরের সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয় এক ব্যক্তি লাশ ভাসতে দেখে খবর দেয়। দ্রুত পদ্মা নদীতে গিয়ে লাশটি উদ্ধার করি। সন্ধ্যায় পরিবারের লোকজন এসে নিখোঁজ মোজাফফর হোসেন এর লাশ হিসেবে শনাক্ত করেন। বিনা ময়না তদন্তে লাশ নিতেই তারা জেলা প্রশাসকের কাছে গিয়েছেন।