০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে হেরোইন-শুটারগানসহ আটক ৪

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ১৬৬ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড রাবার বুলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন-আল আমিন (৩৫), মো. আলম (৪২), সালাউদ্দিন (৩৯) এবং সালামত (৩৫)।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতাররা পারস্পারিক যোগসাজশে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন। অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করতে না। কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতেন।

গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় খুন, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজধানীতে হেরোইন-শুটারগানসহ আটক ৪

পোস্ট হয়েছেঃ ০৩:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ১৬৬ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড রাবার বুলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন-আল আমিন (৩৫), মো. আলম (৪২), সালাউদ্দিন (৩৯) এবং সালামত (৩৫)।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতাররা পারস্পারিক যোগসাজশে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন। অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করতে না। কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতেন।

গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় খুন, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।