০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে দুর্গম চরের নির্মিত হচ্ছে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলের নাম কুশাহাটা। চারদিকে পদ্মা আর যমুনা নদী বেষ্টিত কুশাহাটা অঞ্চলের শিশুরা অশিক্ষা আর রুগ্ন স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠছে। শিক্ষা ব্যবস্থার সুযোগ না থাকায় শিশুদের পড়াশুনা ব্যাহত হচ্ছে। পিছিয়ে পড়া এ জনপদের শিশুদের পড়াশুনার কথা মাথায় রেখে ব্যক্তি উদ্যোগে জমি ক্রয় করে গড়ে তোলা হচ্ছে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়।

গোয়ালন্দ উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দৌলতদিয়া ঘাট। সাধারণত শুষ্ক মৌসুমে দৌলতদিয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় পদ্মা ও যমুনা নদী পাড়ি দিয়ে কুশাহাটা পৌছতে সময় লাগে প্রায় এক ঘন্টা। বর্ষাকালে এই দুই নদী উত্তাল থাকায় আরো বেশি সময় লাগে। ১৩২টি পরিবারের প্রায় ৭০০ মানুষ এই কুশাহাটা অঞ্চলে বসবাস করেন।

বৃহস্পতিবার কুশাহাটা অঞ্চল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সঙ্গে ছিলেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ স্থানীয় ইউপির সদস্য। বেলা ১১টায় স্পীড বোট নিয়ে জেলা প্রশাসকের বহর পৌছায় কুশাহাটা পরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

স্থানীয়রা জানান, কুশাহাটা জনপদের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তেমনি শিশুরা অশিক্ষা আর রুগ্ন স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠছে। বেসরকারী সংস্থা পায়াক্ট বাংলাদেশ একজন খন্ডকালিন শিক্ষক দিয়ে একটি বাড়ির উঠানে ২০১৭ সাল থেকে চালু করেছেন প্রি প্রাইমারী শিক্ষা। প্রায় দেড়শ শিক্ষার্থী থাকলেও ঘর না থাকায় প্রাকৃতিক দুর্যোগের কারনে পড়াশুনার পরিবেশ নেই। এ অবস্থায় এগিয়ে আসেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী। ব্যক্তিগত উদ্যোগে ১ একর জমি ক্রয় করে সেখানে নির্মাণ করা হচ্ছে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, এখানকার শিশুদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে জমি কিনে বিদ্যালয়ের নামে লিখে দিয়েছি। বর্তমানে ১৮ ফুট চওড়া ও ৭০ ফুট লম্বা দুটি চৌচালা টিনের ঘর করে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয় নির্মিত হচ্ছে। স্থানীয়  বেকার যুবকদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে। বেতন ভাতাও আমরা নিয়মিত পরিশোধ করবো। এসময় তিনি ৩নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার নামে বিদ্যালয়টি উৎস্বর্গ করেন।

ইউএনও মো. জাকির হোসেন বলেন, এই অঞ্চলের মানুষ মাছ শিকার এবং গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। শিক্ষার পাশাপাশি আধুনিক চিকিৎসা সেবা এবং পশু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তারা। স্বাস্থ্য কেন্দ্র এবং পশু চিকিৎসা কেন্দ্র যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে চেষ্টা থাকবে। মোস্তফা মুন্সী শিক্ষা ব্যবস্থার দিকে হাত বাড়িয়েছেন এটি খুবই মহৎ উদ্যোগ।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এই জনপদের মানুষজন খুব সাধারণ। তাদের সন্তানদের পড়াশুনার জন্য মোস্তফা মুন্সী প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। এছাড়া এখানকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পশুর চিকিৎসার ব্যবস্থা করা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সর্বাত্মক চেষ্টা থাকবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে দুর্গম চরের নির্মিত হচ্ছে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়

পোস্ট হয়েছেঃ ১০:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলের নাম কুশাহাটা। চারদিকে পদ্মা আর যমুনা নদী বেষ্টিত কুশাহাটা অঞ্চলের শিশুরা অশিক্ষা আর রুগ্ন স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠছে। শিক্ষা ব্যবস্থার সুযোগ না থাকায় শিশুদের পড়াশুনা ব্যাহত হচ্ছে। পিছিয়ে পড়া এ জনপদের শিশুদের পড়াশুনার কথা মাথায় রেখে ব্যক্তি উদ্যোগে জমি ক্রয় করে গড়ে তোলা হচ্ছে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়।

গোয়ালন্দ উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দৌলতদিয়া ঘাট। সাধারণত শুষ্ক মৌসুমে দৌলতদিয়া ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় পদ্মা ও যমুনা নদী পাড়ি দিয়ে কুশাহাটা পৌছতে সময় লাগে প্রায় এক ঘন্টা। বর্ষাকালে এই দুই নদী উত্তাল থাকায় আরো বেশি সময় লাগে। ১৩২টি পরিবারের প্রায় ৭০০ মানুষ এই কুশাহাটা অঞ্চলে বসবাস করেন।

বৃহস্পতিবার কুশাহাটা অঞ্চল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সঙ্গে ছিলেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ স্থানীয় ইউপির সদস্য। বেলা ১১টায় স্পীড বোট নিয়ে জেলা প্রশাসকের বহর পৌছায় কুশাহাটা পরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

স্থানীয়রা জানান, কুশাহাটা জনপদের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তেমনি শিশুরা অশিক্ষা আর রুগ্ন স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠছে। বেসরকারী সংস্থা পায়াক্ট বাংলাদেশ একজন খন্ডকালিন শিক্ষক দিয়ে একটি বাড়ির উঠানে ২০১৭ সাল থেকে চালু করেছেন প্রি প্রাইমারী শিক্ষা। প্রায় দেড়শ শিক্ষার্থী থাকলেও ঘর না থাকায় প্রাকৃতিক দুর্যোগের কারনে পড়াশুনার পরিবেশ নেই। এ অবস্থায় এগিয়ে আসেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী। ব্যক্তিগত উদ্যোগে ১ একর জমি ক্রয় করে সেখানে নির্মাণ করা হচ্ছে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, এখানকার শিশুদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে জমি কিনে বিদ্যালয়ের নামে লিখে দিয়েছি। বর্তমানে ১৮ ফুট চওড়া ও ৭০ ফুট লম্বা দুটি চৌচালা টিনের ঘর করে মোস্তফা মুন্সী প্রাথমিক বিদ্যালয় নির্মিত হচ্ছে। স্থানীয়  বেকার যুবকদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে। বেতন ভাতাও আমরা নিয়মিত পরিশোধ করবো। এসময় তিনি ৩নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার নামে বিদ্যালয়টি উৎস্বর্গ করেন।

ইউএনও মো. জাকির হোসেন বলেন, এই অঞ্চলের মানুষ মাছ শিকার এবং গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। শিক্ষার পাশাপাশি আধুনিক চিকিৎসা সেবা এবং পশু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তারা। স্বাস্থ্য কেন্দ্র এবং পশু চিকিৎসা কেন্দ্র যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে চেষ্টা থাকবে। মোস্তফা মুন্সী শিক্ষা ব্যবস্থার দিকে হাত বাড়িয়েছেন এটি খুবই মহৎ উদ্যোগ।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এই জনপদের মানুষজন খুব সাধারণ। তাদের সন্তানদের পড়াশুনার জন্য মোস্তফা মুন্সী প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। এছাড়া এখানকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পশুর চিকিৎসার ব্যবস্থা করা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সর্বাত্মক চেষ্টা থাকবে।