০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মা ও শিশু ওয়ার্ড এবং পোষ্ট অপারেটিভ ওয়ার্ড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গর্ভবতী মা, নবজাতক শিশু এবং অপারেশনের রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু ওয়ার্ড, পোষ্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ৫০ শয্যার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু ওয়ার্ড (লেবার ওয়ার্ড), পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে আধুনিক চিকিৎসা উপকরণ সরবরাহকরণ, প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. আমিরুল হক, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান খান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটিটের মো. নাজউর রহমান প্রমূখ।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ১৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা ব্যায়ে বাস্তবায়িত গর্ভবতী মা, নবজাতক শিশু এবং অপারেশনের রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে মা ও শিশু ওয়ার্ড এবং পোষ্ট ওয়ার্ডটি সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত করা হয়। এছাড়া রয়েছে ১৭টি আধুনিক বেড ম্যাট্রেসসহ ১৭টি আধুনিক বেড সাইড লকার, ৪টি মাল্টিপ্যাারামিটার প্যাসেন্ট মনিটর, ১টি শিশু সাকসন ডিভাইজড, ১টি সিটিজি মেশিন, ১টি ৬ চ্যানেলে ইসিজি মেশিন, ১টি নরমাল ডেলিভারী টেবিল, ২টি নরমাল ডেলিভারী গে পেঙ্গুইন সহ ১টি ২২০ লিটারের ফ্রিজ, ১টি ডায়াথার্মি মেশিন, ২টি নেভুলাইজার মেশিন, ২টি ইন্সট্রমেন্টাল কেভিনেট, ১টি ডিজিটাল বেবি ওয়েট মেশিন, ১টি ওয়েট মেশিন, ১টি স্পট লাইট, ৬টি সিলিং ফ্যান, ১টি নার্স ষ্টেশন টেবিল এবং চেয়ার সহ ১২টি বিন সরবরাহ করা হয়েছে।

উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আধুনিক চিকিৎসার পাশাপাশি চিকিৎসকদের আন্তরিকতার সাথে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকার যথেষ্ট আন্তরিক রয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আরো আধুনিকায়নের ক্ষেত্রে তিনি সর্বাত্মক চেষ্টা করে যাবেন বলে অঙ্গিকার করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে মা ও শিশু ওয়ার্ড এবং পোষ্ট অপারেটিভ ওয়ার্ড উদ্বোধন

পোস্ট হয়েছেঃ ০৭:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গর্ভবতী মা, নবজাতক শিশু এবং অপারেশনের রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু ওয়ার্ড, পোষ্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ৫০ শয্যার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু ওয়ার্ড (লেবার ওয়ার্ড), পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে আধুনিক চিকিৎসা উপকরণ সরবরাহকরণ, প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. আমিরুল হক, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান খান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটিটের মো. নাজউর রহমান প্রমূখ।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ১৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা ব্যায়ে বাস্তবায়িত গর্ভবতী মা, নবজাতক শিশু এবং অপারেশনের রোগীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে মা ও শিশু ওয়ার্ড এবং পোষ্ট ওয়ার্ডটি সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত করা হয়। এছাড়া রয়েছে ১৭টি আধুনিক বেড ম্যাট্রেসসহ ১৭টি আধুনিক বেড সাইড লকার, ৪টি মাল্টিপ্যাারামিটার প্যাসেন্ট মনিটর, ১টি শিশু সাকসন ডিভাইজড, ১টি সিটিজি মেশিন, ১টি ৬ চ্যানেলে ইসিজি মেশিন, ১টি নরমাল ডেলিভারী টেবিল, ২টি নরমাল ডেলিভারী গে পেঙ্গুইন সহ ১টি ২২০ লিটারের ফ্রিজ, ১টি ডায়াথার্মি মেশিন, ২টি নেভুলাইজার মেশিন, ২টি ইন্সট্রমেন্টাল কেভিনেট, ১টি ডিজিটাল বেবি ওয়েট মেশিন, ১টি ওয়েট মেশিন, ১টি স্পট লাইট, ৬টি সিলিং ফ্যান, ১টি নার্স ষ্টেশন টেবিল এবং চেয়ার সহ ১২টি বিন সরবরাহ করা হয়েছে।

উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আধুনিক চিকিৎসার পাশাপাশি চিকিৎসকদের আন্তরিকতার সাথে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকার যথেষ্ট আন্তরিক রয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আরো আধুনিকায়নের ক্ষেত্রে তিনি সর্বাত্মক চেষ্টা করে যাবেন বলে অঙ্গিকার করেন।