০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌর নির্বাচনে নৌকার প্রচারণায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা সাধারণ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের প্রচারণা ততই জমে উঠছে। নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রার্থীরা শহরের প্রতিটি মাঠঘাট ও পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছে। কেউ করছেন পথসভা, কেউ গণসংযোগ। কেউ ভোটারদের দ্বারে ভোট প্রার্থনা করছে।

সরকার দলীয় নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে স্থানীয়দের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দও ভোটারদের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে শহরের প্রতিটি ওলি গলি চষে বেড়াচ্ছেন। এছাড়া বিরোধী দলে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীও পথসভা সহ গণসংযোগ করে বেড়াচ্ছেন।

রোববার (৭ ফেব্রুয়ারী) স্থানীয় নেতৃবৃন্দকে সাথে করে নৌকার প্রচারণা চালান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এহতেশাম প্রমূখ। গোয়ালন্দ বাজার ঘুরে নৌকার পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ করে ভোট প্রার্থনা করেন। এ সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডলসহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, বাদল বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল শিকদার সহ যুবলীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

আগের দিন শনিবার রাত পর্যন্ত গোয়ালন্দ বাজারসহ বিভিন্ন মহল্লায় নৌকার প্রচারণা চালান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। সাথে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিনসহ  গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা মুন্সী, সহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ফকীর আমজাদ হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর যুবলীগের সভাপতি শেখ শহিদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে নৌকার পক্ষে ভোট চাইতে আপনাদের দ্বারে তাঁর সালাম পৌছে দিতে এসেছি। এখন কারো ঘরে বসে থাকার সময় নেই। গোয়ালন্দ পৌরসভাকে আধুনিক পৌরসভায় গড়তে আপনারা নৌকায় ভোট দিবেন। নৌকায় ভোট না দিলে কখনই উন্নয়ন হবে না।

শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, কারো মনে দ্বন্দ্ব থাকলে মিটিয়ে ফেলে মূল ধারার নৌকার কাজ করুন। আওয়ামী লীগ করে নৌকার বিপক্ষে কাজ করবেন তা হবেনা। এমন হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার মনোনিত প্রার্থীর বিপক্ষে যারা কাজ করায় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ এবং স্বতন্ত্র প্রাথী পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ নিজাম শেখ এর ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ)। এরমধ্যে স্বতন্ত্র এবং নৌকার প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌর নির্বাচনে নৌকার প্রচারণায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

পোস্ট হয়েছেঃ ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা সাধারণ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের প্রচারণা ততই জমে উঠছে। নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রার্থীরা শহরের প্রতিটি মাঠঘাট ও পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছে। কেউ করছেন পথসভা, কেউ গণসংযোগ। কেউ ভোটারদের দ্বারে ভোট প্রার্থনা করছে।

সরকার দলীয় নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে স্থানীয়দের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দও ভোটারদের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থী কর্মী-সমর্থকদের নিয়ে শহরের প্রতিটি ওলি গলি চষে বেড়াচ্ছেন। এছাড়া বিরোধী দলে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীও পথসভা সহ গণসংযোগ করে বেড়াচ্ছেন।

রোববার (৭ ফেব্রুয়ারী) স্থানীয় নেতৃবৃন্দকে সাথে করে নৌকার প্রচারণা চালান যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এহতেশাম প্রমূখ। গোয়ালন্দ বাজার ঘুরে নৌকার পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ করে ভোট প্রার্থনা করেন। এ সময় নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডলসহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, বাদল বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল শিকদার সহ যুবলীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

আগের দিন শনিবার রাত পর্যন্ত গোয়ালন্দ বাজারসহ বিভিন্ন মহল্লায় নৌকার প্রচারণা চালান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। সাথে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিনসহ  গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা মুন্সী, সহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ফকীর আমজাদ হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর যুবলীগের সভাপতি শেখ শহিদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে নৌকার পক্ষে ভোট চাইতে আপনাদের দ্বারে তাঁর সালাম পৌছে দিতে এসেছি। এখন কারো ঘরে বসে থাকার সময় নেই। গোয়ালন্দ পৌরসভাকে আধুনিক পৌরসভায় গড়তে আপনারা নৌকায় ভোট দিবেন। নৌকায় ভোট না দিলে কখনই উন্নয়ন হবে না।

শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, কারো মনে দ্বন্দ্ব থাকলে মিটিয়ে ফেলে মূল ধারার নৌকার কাজ করুন। আওয়ামী লীগ করে নৌকার বিপক্ষে কাজ করবেন তা হবেনা। এমন হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার মনোনিত প্রার্থীর বিপক্ষে যারা কাজ করায় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক হেলাল মাহমুদ এবং স্বতন্ত্র প্রাথী পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ নিজাম শেখ এর ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম (জগ)। এরমধ্যে স্বতন্ত্র এবং নৌকার প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।