০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে অগ্নিদগ্ধ স্যানেটারি পরিদর্শক সাইফুরের মৃত্যু নিয়ে রহস্য

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্যানেটারি পরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান (৪০) এর মৃত্যু নিয়ে পরিবারের সদস্যরা নানা সন্দেহ পোষণ করছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা ইনষ্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা ভেঙ্গে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী তারিকুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের একটি দ্বিতল অব্যবহৃত ভবনের নিচ তলার গ্যারেজের পাশের কক্ষে তিনি (নৈশ প্রহরী) পরিবারসহ বাস করেন। ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আরেক নৈশ প্রহরী লিটন এবং পাশের কক্ষে স্যানেটারি পরিদর্শক সাইফুর রহমান একাই বসবাস করেন।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দুপুরের খাবারের সময় তাঁর স্ত্রী মানুষের গোঙরানোর শব্দ পান। ঘর থেকে দ্রুত বের হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে শব্দ আসার বিষয়টি নিশ্চিত হন। দ্বিতীয় তলায় উঠে সাইফুর রহমানের কক্ষ থেকে ধোয়া ও গোঙরানোর শব্দ পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাসহ কয়েকজনকে সাথে সাবল ও কুড়াল দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এসময় দরজার সামনে দগ্ধ অবস্থায় সাইফুর রহমানকে কাতঁরানো অবস্থায় উদ্ধার করেন। তারা ঘরের দরজা-জানালা সব বন্ধ দেখতে পান। বিছানার চাদর, কম্বলসহ পড়নের টাউজার পুড়ে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, দরজা ভেঙ্গে সাইফুর রহমানকে অগ্নিদগ্ধ ও বিবস্ত্র অবস্থায় দরজার সামনে গড়াগড়ি পারা অবস্থায় উদ্ধার করি। আগুনে তাঁর গলাসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর অবস্থা দেখে আমি নিজেই তাকে জরুরীভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যায়। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সাইফুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে একা বাস করতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলা শহরে বাস করতেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ঘরে জ¦লন্ত মশার কয়েল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন সূত্রপাত হতে পারে। হয়তো অসাবধানতা বশত মশার কয়েল থেকেই আগুন লেগে বিছানার চাদর ও কম্বল পুড়ে গেছে। ঘরে ধোয়ায় অন্ধকার হয়ে গেলে দরজা খুলে বের হতে পারছিলনা। ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন সাইফুরের লাশ গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যায়।

এদিকে সাইফুর রহমানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কেউ তাকে হত্যার উদ্দেশ্যে এমনটি করেছে না কি সে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরিবারের অনেকের কাছে তাঁর মৃত্যুটি পরিকল্পিত হত্যাকা- হিসেবে দেখছেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ উত্থাপন করা হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ বিষয়ে ঢাকার শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবার থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বলেন, আমার কাছেও স্যানেটারি পরিদর্শকের মৃত্যুর বিষয় রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার বিষয়টি পরিস্কার হবে। তবে পরিবার থেকে অভিযোগ দিলে অবশ্যই খোঁজ নিয়ে আইনগত সহযোগিতা করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে অগ্নিদগ্ধ স্যানেটারি পরিদর্শক সাইফুরের মৃত্যু নিয়ে রহস্য

পোস্ট হয়েছেঃ ০৭:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্যানেটারি পরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান (৪০) এর মৃত্যু নিয়ে পরিবারের সদস্যরা নানা সন্দেহ পোষণ করছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা ইনষ্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা ভেঙ্গে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী তারিকুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের একটি দ্বিতল অব্যবহৃত ভবনের নিচ তলার গ্যারেজের পাশের কক্ষে তিনি (নৈশ প্রহরী) পরিবারসহ বাস করেন। ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আরেক নৈশ প্রহরী লিটন এবং পাশের কক্ষে স্যানেটারি পরিদর্শক সাইফুর রহমান একাই বসবাস করেন।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দুপুরের খাবারের সময় তাঁর স্ত্রী মানুষের গোঙরানোর শব্দ পান। ঘর থেকে দ্রুত বের হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে শব্দ আসার বিষয়টি নিশ্চিত হন। দ্বিতীয় তলায় উঠে সাইফুর রহমানের কক্ষ থেকে ধোয়া ও গোঙরানোর শব্দ পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাসহ কয়েকজনকে সাথে সাবল ও কুড়াল দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এসময় দরজার সামনে দগ্ধ অবস্থায় সাইফুর রহমানকে কাতঁরানো অবস্থায় উদ্ধার করেন। তারা ঘরের দরজা-জানালা সব বন্ধ দেখতে পান। বিছানার চাদর, কম্বলসহ পড়নের টাউজার পুড়ে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, দরজা ভেঙ্গে সাইফুর রহমানকে অগ্নিদগ্ধ ও বিবস্ত্র অবস্থায় দরজার সামনে গড়াগড়ি পারা অবস্থায় উদ্ধার করি। আগুনে তাঁর গলাসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর অবস্থা দেখে আমি নিজেই তাকে জরুরীভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যায়। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সাইফুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে একা বাস করতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলা শহরে বাস করতেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, ঘরে জ¦লন্ত মশার কয়েল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন সূত্রপাত হতে পারে। হয়তো অসাবধানতা বশত মশার কয়েল থেকেই আগুন লেগে বিছানার চাদর ও কম্বল পুড়ে গেছে। ঘরে ধোয়ায় অন্ধকার হয়ে গেলে দরজা খুলে বের হতে পারছিলনা। ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন সাইফুরের লাশ গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যায়।

এদিকে সাইফুর রহমানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। কেউ তাকে হত্যার উদ্দেশ্যে এমনটি করেছে না কি সে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরিবারের অনেকের কাছে তাঁর মৃত্যুটি পরিকল্পিত হত্যাকা- হিসেবে দেখছেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ উত্থাপন করা হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ বিষয়ে ঢাকার শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবার থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বলেন, আমার কাছেও স্যানেটারি পরিদর্শকের মৃত্যুর বিষয় রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার বিষয়টি পরিস্কার হবে। তবে পরিবার থেকে অভিযোগ দিলে অবশ্যই খোঁজ নিয়ে আইনগত সহযোগিতা করা হবে।