০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে নদী ভাঙনের শিকার ২৮টি পরিবার পেলো বিদ্যুৎ সংযোগ

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে নদী ভাঙনের শিকার হয়ে আসা ২৮টি পরিবারকে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সীর তৎপরতায় রোববার পরিবারগুলো বিদ্যুৎ সংযোগ পেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

জানা যায়, গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙনের শিকার হয়ে আসা ২৮টি পরিবার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার কাতল মারার চক এলাকায় দুই বছর আগে বসতি গড়ে। তাদের বিদ্যুৎ, শৌচাগারসহ বিভিন্ন ধরণের সমস্যা অবগত হয়ে এক সপ্তাহ আগে আ.লীগ নেতা মোস্তফা মুন্সী পল্লী বিদু্যূতের স্থানীয় কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। বিদ্যুৎ বিভাগের আন্তরিকতায় নদী ভাঙনের শিকার পরিবারগুলোর পক্ষে মোস্তফা মুন্সীর আর্থিক সহযোগিতায় ওইসব পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিদ্যুৎ সংযোগ শেষে অসহায় পরিবারগুলোর মাঝে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

 

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের গোয়ালন্দ সাব-জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) আক্তার জিন নুরাইন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোলজার হোসেন মৃধা, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কোবাদ হোসেন প্রমূখ।

মো. মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা হয়েছে। কিন্তু নদী ভাঙনের শিকার হয়ে আসা এসব পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কোবাদ হোসেন বলেন, এই ২৮টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে ১৩টি নতুন পিলার স্থাপনসহ সমিতির প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে। গ্রাহক প্রতি খরচ হয়েছে নূন্যতম আড়াই হাজার টাকা। এসব টাকা ব্যায় করেছেন মো. মোস্তফা মুন্সী। তাঁর সহযোগিতা ছাড়া এত দ্রুত এখানে বিদ্যুত দেয়া সম্ভব হতো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, বাতির নীচে অন্ধকারের মতো পরিবারগুলো এতদিন ছিল। এদের বিদ্যুত সংযোগ পেতে সহযোগিতা করায় পল্লী বিদ্যুৎ বিভাগসহ মোস্তফা মুন্সীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে নদী ভাঙনের শিকার ২৮টি পরিবার পেলো বিদ্যুৎ সংযোগ

পোস্ট হয়েছেঃ ০৫:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দে নদী ভাঙনের শিকার হয়ে আসা ২৮টি পরিবারকে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সীর তৎপরতায় রোববার পরিবারগুলো বিদ্যুৎ সংযোগ পেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

জানা যায়, গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নদী ভাঙনের শিকার হয়ে আসা ২৮টি পরিবার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার কাতল মারার চক এলাকায় দুই বছর আগে বসতি গড়ে। তাদের বিদ্যুৎ, শৌচাগারসহ বিভিন্ন ধরণের সমস্যা অবগত হয়ে এক সপ্তাহ আগে আ.লীগ নেতা মোস্তফা মুন্সী পল্লী বিদু্যূতের স্থানীয় কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। বিদ্যুৎ বিভাগের আন্তরিকতায় নদী ভাঙনের শিকার পরিবারগুলোর পক্ষে মোস্তফা মুন্সীর আর্থিক সহযোগিতায় ওইসব পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিদ্যুৎ সংযোগ শেষে অসহায় পরিবারগুলোর মাঝে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

 

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের গোয়ালন্দ সাব-জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) আক্তার জিন নুরাইন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোলজার হোসেন মৃধা, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কোবাদ হোসেন প্রমূখ।

মো. মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা হয়েছে। কিন্তু নদী ভাঙনের শিকার হয়ে আসা এসব পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক কোবাদ হোসেন বলেন, এই ২৮টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে ১৩টি নতুন পিলার স্থাপনসহ সমিতির প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে। গ্রাহক প্রতি খরচ হয়েছে নূন্যতম আড়াই হাজার টাকা। এসব টাকা ব্যায় করেছেন মো. মোস্তফা মুন্সী। তাঁর সহযোগিতা ছাড়া এত দ্রুত এখানে বিদ্যুত দেয়া সম্ভব হতো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, বাতির নীচে অন্ধকারের মতো পরিবারগুলো এতদিন ছিল। এদের বিদ্যুত সংযোগ পেতে সহযোগিতা করায় পল্লী বিদ্যুৎ বিভাগসহ মোস্তফা মুন্সীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।