০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে শেখ রাসেল দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ যথাযথ মর্যাদার সাথে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আক্তার ইতি ও রফিকুল ইসলাম ইসলাম এর যৌথ সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্যা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার হিসেবে বই উপহার প্রদান করা হয়।

এছাড়া বুধবার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম লিন্টু, শামসুন্নাহার সিদ্দিকা জলি প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন পালন করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে শেখ রাসেল দিবস উদযাপন

পোস্ট হয়েছেঃ ০১:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ যথাযথ মর্যাদার সাথে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আক্তার ইতি ও রফিকুল ইসলাম ইসলাম এর যৌথ সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্যা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার হিসেবে বই উপহার প্রদান করা হয়।

এছাড়া বুধবার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম লিন্টু, শামসুন্নাহার সিদ্দিকা জলি প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন পালন করা হয়।