মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের দুইদিনব্যাপী প্রশিক্ষন সমাপ্ত

Reporter Name / ১২৩ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয কমিটির উদ্যোগে নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঢাকা বিভাগের সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শনিবার (২৫ মে)  ফরিদপুরে শেষ হয়েছে। এর আগে গত শুক্রবার ফরিদপুর শহরের ডোমরাকান্দি ব্র্যাক ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর শিপ্রা রায় এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মোতালেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার কেন্দ্রীয় কমিটির সম্পাদক রিনা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট দেবাহুতি চক্রবর্তী, সদস্য শাহজাদী শামীমা আফজালী, লিগ্যাল এডভোকেসী ও লবির ভারপ্রাপ্ত পরিচালক অ্যাডভোকেট দীপ্তি রানী সিকদার, সদস্য সালেহা বানু সাবা।

প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক হোসনে আরা খানম। প্রশিক্ষন কর্মশালায় বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা বিভাগের ৯জেলার ৫২জন নারী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.