Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে পুকুর সেচের পানিতে কৃষকের ফসল প্লাবিত, ক্ষতিপূরণ দাবি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পুকুর সেচের পানিতে তিন বিঘা কৃষি জমির ফসল প্লাবিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় ক্ষতিপূরণ দাবি করে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক শেখ ও মেহের আলী জানান, তারা অনেক ধারদেনা করে সম্প্রতি দুই বিঘা জমিতে হালি পেঁয়াজ, আধা বিঘা জমিতে গম ও আধা বিঘা জমিতে কালো জিরার আবাদ করেছেন। কিন্তু গত শনিবার (২৮ জানুয়ারি) রাতের আঁধারে স্থানীয় প্রতিবেশী মজিদ শেখ তার পুকুরে স্যালোমেশিন বসিয়ে তার পাশ্ববর্তী ইরি ধান ক্ষেতে পানি সেচ দেন। সেচের পানিতে পাশেই আমার ও মেহের আলীর ফসলি জমির সদ্য গজানো ফসল পুরোপুরি তলিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, ফসল তলিয়ে যাওয়া নিয়ে তারা কথা বলতে গেলে মজিদ শেখ ও তার লোকজন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। এমতাবস্থায় তারা মজিদ শেখ সহ চারজনকে অভিযুক্ত করে গত রোববার (২৯ জানুয়ারি) গোয়ালন্দ ঘাট থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ব্যাপারে মজিদ শেখ মুঠোফোনে বলেন, আমি তাদেরকে কোন হুমকি-ধামকি বা ভয়ভীতি দেখাইনি। তবে তাদের ক্ষতি হয়েছে এটা সত্য। থানা ও কৃষি অফিস থেকে তদন্তে এসেছিল। এ বিষয়ে যে রায় হয় আমি তা মেনে নেব। তবে তারা থানা বা এসিল্যান্ড অফিস পর্যন্ত না গেলেও পারত।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নিয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুনানির জন্য ডেকেছি। প্রাথমিক আলোচনায় যদি দোষ স্বীকার করে তাহলে কৃষি অফিসের একজন প্রতিনিধির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি