০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বন্যায় ফসলি জমি তলিয়ে ৬ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ এবছর রাজবাড়ীতে দীর্ঘ্য স্থায়ী বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দু’দফায় বন্যার পানিতে ফসলী ক্ষেত তলিয়ে কৃষকেরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মধ্যে পরেছেন। আউষ, আমন ও ধানের বীজতলা, আঁখ, পাট, তিল, বাদাম, মরিচ ও বিভিন্ন ধরনের সবজি বন্যার পানিতে তলিয়ে সব নষ্ট হয়ে গেছে। পদ্মার নিম্নাঞ্চলের প্রায় সব ফসল তলিয়ে যাওয়ায় এ অঞ্চলের অবশিষ্ট কোন ফসল এখন আর ঘরে তোলার মত অবস্থা নেই। সবই এখন পচে নষ্ট হয়ে গেছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মতে এবারের দীর্ঘ্যস্থায়ী বন্যায় প্রায় ৪ হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে। এতে কৃষকদের প্রায় আর্থিকভাবে ৬ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে। অনেকে ধার দেনা করে ফসল চাষ করে তারা আরো বেশি ক্ষতির মুখে পরেছেন। বর্তমানে এসব অঞ্চল থেকে কিছুটা পানি কমলেও বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ফসলী ক্ষেত ও বাড়ি ঘর থেকে এখনও পানি না নেমে যাওয়ায় তারা আরো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ১০ সে.মি কমেছে। গতকাল শনিবার পদ্মার পানি বিপৎসীমার ৪০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রোববার পদ্মায় ১০ সে.মি পানি কমে বিপৎসীমার ৩০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রোববার। গোয়ালন্দের দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ৮.৯৫ পয়েন্ট অর্থাৎ বিপৎসীমার ৩০ সে.মি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বন্যায় ফসলি জমি তলিয়ে ৬ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে

পোস্ট হয়েছেঃ ০৮:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

রাজবাড়ী প্রতিনিধিঃ এবছর রাজবাড়ীতে দীর্ঘ্য স্থায়ী বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দু’দফায় বন্যার পানিতে ফসলী ক্ষেত তলিয়ে কৃষকেরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মধ্যে পরেছেন। আউষ, আমন ও ধানের বীজতলা, আঁখ, পাট, তিল, বাদাম, মরিচ ও বিভিন্ন ধরনের সবজি বন্যার পানিতে তলিয়ে সব নষ্ট হয়ে গেছে। পদ্মার নিম্নাঞ্চলের প্রায় সব ফসল তলিয়ে যাওয়ায় এ অঞ্চলের অবশিষ্ট কোন ফসল এখন আর ঘরে তোলার মত অবস্থা নেই। সবই এখন পচে নষ্ট হয়ে গেছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মতে এবারের দীর্ঘ্যস্থায়ী বন্যায় প্রায় ৪ হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে। এতে কৃষকদের প্রায় আর্থিকভাবে ৬ কোটি টাকারও বেশি লোকসান হয়েছে। অনেকে ধার দেনা করে ফসল চাষ করে তারা আরো বেশি ক্ষতির মুখে পরেছেন। বর্তমানে এসব অঞ্চল থেকে কিছুটা পানি কমলেও বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ফসলী ক্ষেত ও বাড়ি ঘর থেকে এখনও পানি না নেমে যাওয়ায় তারা আরো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ১০ সে.মি কমেছে। গতকাল শনিবার পদ্মার পানি বিপৎসীমার ৪০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রোববার পদ্মায় ১০ সে.মি পানি কমে বিপৎসীমার ৩০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রোববার। গোয়ালন্দের দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে ৮.৯৫ পয়েন্ট অর্থাৎ বিপৎসীমার ৩০ সে.মি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।