০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজিত করে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১০টি পদের সব কটিতে বিজয়ী হয়েছে সাধারণ আইনজীবী পরিষদ।

এর মধ্যে কার্যনির্বাহী সদস্যের একটি পদে দুজন সমান ভোট পাওয়ায় লটারিতে বিজয়ী নির্ধারণ করা হয়। ভোট গণনা শেষে রাত আটটায় প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার বোস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে এ টি এম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে বিজন ঘোষ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আবদুর রাজ্জাক-২। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার হাবিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবদুস সাত্তার। সহসম্পাদক পদে খান মোহাম্মাদ জহুরুল হক ও তসলিম আহমেদ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আশরাফুল হাসান ও গৌতম কুমার বসু। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগের প্যানেলের জাহিদ হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী পরিষদের বিপ্লব কুমার রায়।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অভিজিৎ সোম, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন ও আল আমিন মিয়া। সমান ভোট পান সাধারণ আইনজীবী পরিষদের রফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অনুপ কুমার দাস। লটারিতে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হন।

নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করে। প্যানেল তিনটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সাধারণ আইনজীবী পরিষদ। সাধারণ আইনজীবী পরিষদ জেলার আইনজীবীদের নতুন সংগঠন। কয়েক মাস আগে সংগঠনটি আওয়ামী লীগ ও বিএনপির একাংশ এবং বামপন্থী আইনজীবীদের নিয়ে গড়ে তোলা হয়। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২০২ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র ভরাডুবি

পোস্ট হয়েছেঃ ০৭:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজিত করে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১০টি পদের সব কটিতে বিজয়ী হয়েছে সাধারণ আইনজীবী পরিষদ।

এর মধ্যে কার্যনির্বাহী সদস্যের একটি পদে দুজন সমান ভোট পাওয়ায় লটারিতে বিজয়ী নির্ধারণ করা হয়। ভোট গণনা শেষে রাত আটটায় প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার বোস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে এ টি এম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে বিজন ঘোষ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আবদুর রাজ্জাক-২। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার হাবিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আবদুস সাত্তার। সহসম্পাদক পদে খান মোহাম্মাদ জহুরুল হক ও তসলিম আহমেদ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আশরাফুল হাসান ও গৌতম কুমার বসু। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগের প্যানেলের জাহিদ হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী পরিষদের বিপ্লব কুমার রায়।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অভিজিৎ সোম, মনোয়ারা খাতুন, রেহেনাজ পারভীন ও আল আমিন মিয়া। সমান ভোট পান সাধারণ আইনজীবী পরিষদের রফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অনুপ কুমার দাস। লটারিতে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হন।

নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করে। প্যানেল তিনটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সাধারণ আইনজীবী পরিষদ। সাধারণ আইনজীবী পরিষদ জেলার আইনজীবীদের নতুন সংগঠন। কয়েক মাস আগে সংগঠনটি আওয়ামী লীগ ও বিএনপির একাংশ এবং বামপন্থী আইনজীবীদের নিয়ে গড়ে তোলা হয়। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২০২ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।