০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় পদ্মা ও যমুনা নদীতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের অভিযান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মা ইলিশ সংরক্ষণে পদ্মা এবং যমুনা নদীতে অভিযান চালিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। গত শনিবার বিকেলে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী থেকে শুরু করে গোয়ালন্দের দৌলতদিয়া হয়ে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া পর্যন্ত পদ্মা নদীতে অভিযানের নেতৃত্ব দেন তিনি। এরপর গভীর রাত পর্যন্ত যৌথ অভিযান চলে।

অভিযানকালে অবৈধভাবে ইলিশ শিকারের কারনে ৪ জেলের কাছ থেকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।

অভিযানকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুর রহমান, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আলী-রাজীব, গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু প্রমূখ। অভিযানের সার্বিক সহযোগিতা করেন দৌলতদিয়া ও শিবালয় নৌপুলিশ।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু জানান, শনিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে মানিকগঞ্জ শিবালয় উপজেলার যমুনা নদী থেকে গোয়ালন্দ হয়ে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া পর্যন্ত পদ্মা নদীতে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। এসময় যৌথভাবে অভিযান শুরু হয়ে শনিবার দিবাগত রাত ১১ টা পর্যন্ত অভিযান চলে। অভিযান শেষে আটককৃত চার জেলেকে জরিমানা এবং জব্দৃকত জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মা ইলিশ রক্ষায় পদ্মা ও যমুনা নদীতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের অভিযান

পোস্ট হয়েছেঃ ০৪:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মা ইলিশ সংরক্ষণে পদ্মা এবং যমুনা নদীতে অভিযান চালিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। গত শনিবার বিকেলে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী থেকে শুরু করে গোয়ালন্দের দৌলতদিয়া হয়ে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া পর্যন্ত পদ্মা নদীতে অভিযানের নেতৃত্ব দেন তিনি। এরপর গভীর রাত পর্যন্ত যৌথ অভিযান চলে।

অভিযানকালে অবৈধভাবে ইলিশ শিকারের কারনে ৪ জেলের কাছ থেকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু।

অভিযানকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুর রহমান, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আলী-রাজীব, গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু প্রমূখ। অভিযানের সার্বিক সহযোগিতা করেন দৌলতদিয়া ও শিবালয় নৌপুলিশ।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু জানান, শনিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে মানিকগঞ্জ শিবালয় উপজেলার যমুনা নদী থেকে গোয়ালন্দ হয়ে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া পর্যন্ত পদ্মা নদীতে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। এসময় যৌথভাবে অভিযান শুরু হয়ে শনিবার দিবাগত রাত ১১ টা পর্যন্ত অভিযান চলে। অভিযান শেষে আটককৃত চার জেলেকে জরিমানা এবং জব্দৃকত জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।