১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে স্কুলশিক্ষিকা স্ত্রীকে হত্যার অভিযোগে শিক্ষক স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষক স্বামীর বিরুদ্ধে শিক্ষিকা স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান সদর থানায় একটি মামলা করেছেন।

নিহত স্কুলশিক্ষিকার নাম পূরবী ইসলাম। তিনি সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে অভিযুক্ত স্বামীর নাম ফরহাদ হোসেন। তিনি কোলা সদর উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফরহাদ-পূরবী দম্পতির এক মেয়ে ও এক ছেলেসন্তান আছে।

নিহত পূরবী ইসলামের ভাই মেহেদী হাসান বলেন, ফরহাদ হোসেনের সঙ্গে তাঁর এক সহকর্মীর পরকীয়া সম্পর্ক আছে। বিষয়টি স্থানীয়ভাবে সবাই জানেন। এ জন্য তাঁর বোনের সঙ্গে ফরহাদের পারিবারিক কলহ লেগেই থাকত। তাঁর বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। প্রায়ই বোনের গায়ে হাত তুলতেন ফরহাদ। তাঁর ধারণা, পরিকল্পিতভাবে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁকে মারধর ও শ্বাসরোধে হত্যার পরে ঝুলিয়ে রাখা হয়েছে। মেহেদী হাসানের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁদের মামলা করতে নিষেধ করা হয়েছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।

ওই দম্পতির মেয়ে মাইশা হোসেন বলেন, ঘটনার সময় তিনি ফরিদপুরে ছিলেন। তবে তাঁর ধারণা, তাঁর বাবা তাঁর মাকে হত্যা করেননি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাদাত হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মাটিতে নামানো ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ফরহাদ হোসেনকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ওসি শাহাদত হোসেন আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে নিহতের স্বজনেরা নির্যাতন করে হত্যা করার অভিযোগ করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

রাজবাড়ীতে স্কুলশিক্ষিকা স্ত্রীকে হত্যার অভিযোগে শিক্ষক স্বামী গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১০:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষক স্বামীর বিরুদ্ধে শিক্ষিকা স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান সদর থানায় একটি মামলা করেছেন।

নিহত স্কুলশিক্ষিকার নাম পূরবী ইসলাম। তিনি সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে অভিযুক্ত স্বামীর নাম ফরহাদ হোসেন। তিনি কোলা সদর উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফরহাদ-পূরবী দম্পতির এক মেয়ে ও এক ছেলেসন্তান আছে।

নিহত পূরবী ইসলামের ভাই মেহেদী হাসান বলেন, ফরহাদ হোসেনের সঙ্গে তাঁর এক সহকর্মীর পরকীয়া সম্পর্ক আছে। বিষয়টি স্থানীয়ভাবে সবাই জানেন। এ জন্য তাঁর বোনের সঙ্গে ফরহাদের পারিবারিক কলহ লেগেই থাকত। তাঁর বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। প্রায়ই বোনের গায়ে হাত তুলতেন ফরহাদ। তাঁর ধারণা, পরিকল্পিতভাবে তাঁর বোনকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁকে মারধর ও শ্বাসরোধে হত্যার পরে ঝুলিয়ে রাখা হয়েছে। মেহেদী হাসানের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁদের মামলা করতে নিষেধ করা হয়েছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।

ওই দম্পতির মেয়ে মাইশা হোসেন বলেন, ঘটনার সময় তিনি ফরিদপুরে ছিলেন। তবে তাঁর ধারণা, তাঁর বাবা তাঁর মাকে হত্যা করেননি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাদাত হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মাটিতে নামানো ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ফরহাদ হোসেনকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ওসি শাহাদত হোসেন আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে নিহতের স্বজনেরা নির্যাতন করে হত্যা করার অভিযোগ করেছেন।