শামীম শেখ, গোয়ালন্দঃ “বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন এলাকায় শনিবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) তাদের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। বেলা দেড়টার দিকে এমএমএস কার্যালয় হতে বের হয়ে শোভাযাত্রাটি রেলস্টেশন সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে। এতে ৪ শতাধিক কন্যা শিশু অংশ নেয়। তারা তাদের অধিকার সম্বলিত নানা ধরনের প্লা কার্ড,ফেস্টুন ও ব্যানার বহন করে। পরে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। তিনি কন্যা শিশুদের শুভেচ্ছা জানান এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথা বলেন।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস পারভিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার, আয়শা নেওয়াজ, নুরজাহান বেগম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু। সভায় শিশুদের অধিকার ও তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন শিশু সংগঠনের নেতা অনন্যা আফরিন, বর্ষা আক্তার, নিছা আক্তার,সামিয়া আক্তার, মিথিলা মিতু ও শ্রাবনী আক্তার স্বর্ণা।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, সংগঠনের আলো প্রোগ্রামের আওতায় তারা যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার ৪২০জন কন্যা শিশুকে নিয়ে নিয়মিত কম্পিউটার প্রশিক্ষন, জীবন দক্ষতা, মানবাধিকার, জেন্ডার ভায়োলেন্স, নেতৃত্ত্ব প্রদান, কাউন্সেলিং, শিক্ষা সহায়তা, সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, খেলাধুলা সহ নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করে থাকেন।
এ ছাড়া সচেতনতা সৃষ্টির জন্য তাদেরকে নিয়ে নানাবিধ দিবস উদযাপন করে থাকেন। এর মাধ্যমে এ এলাকার কন্যা শিশুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।