০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ হাসপাতালের আবাসিক ভবনে এবার আগুনে ডেন্টাল টেকনোলজিস্ট দম্পতি দগ্ধ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এবার আগুনে ডেন্টাল টেকনোলজিস্ট ও তাঁর স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এ দুর্ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হয়ে আহত ডেন্টাল টেকনোলজস্টি প্রদীপ কুমার মজুমদার (৪০) ও তাঁর স্ত্রী রুপা শিকদারকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সোমবার রাতেই রুপা শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে প্রায় দুই সপ্তাহ আগে উপজেলা স্যানেটারি পরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের নিজ কক্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এর দুই সপ্তাহ পর এবার আবাসিক ভবনের নিজ কক্ষে আগুন লাগার ঘটনা ঘটলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়রা জানায়, প্রদীপ কুমার মজুমদার এক যুগের বেশি সময় ধরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটের ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক সেবনের অভিযোগ রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে স্ত্রীর সাথে তার পারিবারিক কলহ দিন দিন বাড়তে থাকে। এ বিষয়কে কেন্দ্র করে সোমবার দুপুরে স্ত্রীর সাথে দিপকের ঝগড়া হয়। এক পর্যায়ে বেলা তিনটার দিকে স্ত্রী রুপা শিকদার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে পাশের কক্ষ থেকে প্রদীপ দৌড়ে ছুটে এসে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে সে নিজেও অগ্নিদগ্ধ হন। এতে প্রদীপ বেশি দগ্ধ না হলেও তার স্ত্রীর শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে, ডেন্টাল টেকনোলজিস্ট প্রদীপ মজুমদার সাংবাদিকদের জানান, স্ত্রী রুপা শিকদার রান্না করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হন। এ সময় তিনি পাশের কক্ষে ছিলেন। স্ত্রীর চিৎকারের শব্দ পেয়ে তিনি দৌড়ে তাকে এসে উদ্ধার করেন। তবে তিনি মাদক নিয়ে স্ত্রীর সাথে কলহের বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। তবে কি নিয়ে ওইদিন ঝগড়া হয়েছিল জানা নেই। আগুন লাগার খবর পেয়ে দ্রুত হাসপাতালের জরুরী বিভাগে পৌছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর পাঠানো হয়। রুপা শিকদারকে ফরিদপুর থেকে সোমবার রাতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একজন এস.আইকে পাঠানো হয়েছিল। ডেন্টাল টেকনোলজিস্টের স্ত্রী গুরুতর দগ্ধ হওয়ায় তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি সুস্থ্য হয়ে ফিরলেই বিস্তারিত ঘটনার কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ হাসপাতালের আবাসিক ভবনে এবার আগুনে ডেন্টাল টেকনোলজিস্ট দম্পতি দগ্ধ

পোস্ট হয়েছেঃ ০৭:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এবার আগুনে ডেন্টাল টেকনোলজিস্ট ও তাঁর স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এ দুর্ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধ হয়ে আহত ডেন্টাল টেকনোলজস্টি প্রদীপ কুমার মজুমদার (৪০) ও তাঁর স্ত্রী রুপা শিকদারকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সোমবার রাতেই রুপা শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে প্রায় দুই সপ্তাহ আগে উপজেলা স্যানেটারি পরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের নিজ কক্ষে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এর দুই সপ্তাহ পর এবার আবাসিক ভবনের নিজ কক্ষে আগুন লাগার ঘটনা ঘটলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়রা জানায়, প্রদীপ কুমার মজুমদার এক যুগের বেশি সময় ধরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটের ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক সেবনের অভিযোগ রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে স্ত্রীর সাথে তার পারিবারিক কলহ দিন দিন বাড়তে থাকে। এ বিষয়কে কেন্দ্র করে সোমবার দুপুরে স্ত্রীর সাথে দিপকের ঝগড়া হয়। এক পর্যায়ে বেলা তিনটার দিকে স্ত্রী রুপা শিকদার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে পাশের কক্ষ থেকে প্রদীপ দৌড়ে ছুটে এসে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে সে নিজেও অগ্নিদগ্ধ হন। এতে প্রদীপ বেশি দগ্ধ না হলেও তার স্ত্রীর শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে, ডেন্টাল টেকনোলজিস্ট প্রদীপ মজুমদার সাংবাদিকদের জানান, স্ত্রী রুপা শিকদার রান্না করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ হন। এ সময় তিনি পাশের কক্ষে ছিলেন। স্ত্রীর চিৎকারের শব্দ পেয়ে তিনি দৌড়ে তাকে এসে উদ্ধার করেন। তবে তিনি মাদক নিয়ে স্ত্রীর সাথে কলহের বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। তবে কি নিয়ে ওইদিন ঝগড়া হয়েছিল জানা নেই। আগুন লাগার খবর পেয়ে দ্রুত হাসপাতালের জরুরী বিভাগে পৌছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর পাঠানো হয়। রুপা শিকদারকে ফরিদপুর থেকে সোমবার রাতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একজন এস.আইকে পাঠানো হয়েছিল। ডেন্টাল টেকনোলজিস্টের স্ত্রী গুরুতর দগ্ধ হওয়ায় তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি সুস্থ্য হয়ে ফিরলেই বিস্তারিত ঘটনার কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।