০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ২০ কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ

রাজবাড়ীমেইল ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট শাখার দুই কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার সংস্থাটির ২০ কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবারই নমুনা সংগ্রহের পর রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ সন্ধ্যায় রাজবাড়ীমেইলকে জানান, সোমবার দুপুরে বিআইডব্লিউটিসির কর্মী এবং দায়িত্বরত আনসার সদস্যসহ মোট ২০ কর্মীর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর বিকেলেই রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে নমুনার প্রতিবেদন হাতে চলে আসবে বলে তিনি জানান। বিআইডব্লিউটিসির অবশিষ্ট কর্মীদের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে গত রোববার (২৬ এপ্রিল) বিআইডব্লিউটিসির দুই টার্মিনাল তত্বাবধায়ক (টিএস) শরীরে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। এই দুই কর্মীর শরীরে প্রায় দুই সপ্তাহ আগ থেকে জ¦র, ঠান্ডা, সর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে গত ২৩ এপ্রিল তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে তিন দিন পর রোববার প্রতিবেদনে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। এই দুই কর্মী ২৩ এপ্রিল নমুনা দেওয়ার পর ওই দিন নিজ এলাকায় আইসোলেশনে যান।

এদের মধ্যে ৪২ বছর বয়সী তার শহরের ঢাকার ধামরাই এলাকার বাসায় যান। অপরজন ৫৩ বছর বয়সী ব্যক্তি চট্রগ্রামের শহরের নিজ বাসায় চলে যান। রোববার তাদের শরীরে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পুলিশের সহযোগিতায় স্থানীয় হাসপাতালে তাদেরকে চিকিৎসাধীন রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির দুই কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ঘাট এলাকার কর্তব্যরত সবাই আতঙ্কের মধ্যে রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ২০ কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ

পোস্ট হয়েছেঃ ০৬:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট শাখার দুই কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার সংস্থাটির ২০ কর্মীর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবারই নমুনা সংগ্রহের পর রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ সন্ধ্যায় রাজবাড়ীমেইলকে জানান, সোমবার দুপুরে বিআইডব্লিউটিসির কর্মী এবং দায়িত্বরত আনসার সদস্যসহ মোট ২০ কর্মীর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর বিকেলেই রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে নমুনার প্রতিবেদন হাতে চলে আসবে বলে তিনি জানান। বিআইডব্লিউটিসির অবশিষ্ট কর্মীদের শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হবে।

এর আগে গত রোববার (২৬ এপ্রিল) বিআইডব্লিউটিসির দুই টার্মিনাল তত্বাবধায়ক (টিএস) শরীরে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। এই দুই কর্মীর শরীরে প্রায় দুই সপ্তাহ আগ থেকে জ¦র, ঠান্ডা, সর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে গত ২৩ এপ্রিল তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে তিন দিন পর রোববার প্রতিবেদনে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। এই দুই কর্মী ২৩ এপ্রিল নমুনা দেওয়ার পর ওই দিন নিজ এলাকায় আইসোলেশনে যান।

এদের মধ্যে ৪২ বছর বয়সী তার শহরের ঢাকার ধামরাই এলাকার বাসায় যান। অপরজন ৫৩ বছর বয়সী ব্যক্তি চট্রগ্রামের শহরের নিজ বাসায় চলে যান। রোববার তাদের শরীরে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পুলিশের সহযোগিতায় স্থানীয় হাসপাতালে তাদেরকে চিকিৎসাধীন রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির দুই কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ঘাট এলাকার কর্তব্যরত সবাই আতঙ্কের মধ্যে রয়েছে।