০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মাটি কাটা বন্ধ করায় গোয়ালন্দ ভূমি সার্ভেয়ারকে শারীরিকভাবে লাঞ্চিতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ক্যানাল ঘাট এলাকায় সরকারি জমি থেকে মাটি কাটা বন্ধ করায় ভূমি কার্যালয়ের সার্ভেয়ারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ওই সার্ভেয়ারকে লাঞ্চিত করলে তিনি অভিযুক্ত মো. ওয়াসিম এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

গোয়ালন্দ উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. আশরাফুল হক অভিযোগে বলেন, উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকার পশ্চিমে সরকারি খাস জমি থেকে কয়েকদিন ধরে গোয়ালন্দ শহরের দেওয়ান পাড়ার আব্দুল মজিদ মাষ্টারের ছেলে ওয়াসিম স্কেভেটর দিয়ে মাটি কাটছে। ওই মাটি ট্রাকযোগে বিভিন্ন ইটভাটাসহ বসতভিটায় বিক্রি করছে। স্থানীয়দের থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও কার্যালয়ের নৈশ প্রহরী মিন্টু মন্ডল ও সাইফুল ইসলাম হৃদয়কে সাথে করে মোটরসাইকেল যোগে মাটি কাটার স্থানে যান। সেখানে ওয়াসিমের লোক জাহিদ হোসেনকে বলে মাটি কাটা বন্ধ করে আসেন।

ঘটনাস্থল থেকে ফিরে দুপুরে পৌর জামতলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সার্ভেয়ার আশরাফুল হক বসে আড্ডা দিচ্ছিলেন। ওয়াসিম উপস্থিত স্থানীয় মিজানুর রহমান, সরোয়ার হোসেন, আবু বক্কারের সামনে তাঁর (সার্ভেয়ার) মুখে কয়েকটি থাপ্পর মেরে বলেন, ‘কেন মাটি কাটা বন্ধ করেসিছ, তুই মাটি কাটা বন্ধ করার কে? তোর এতবড় সাহস কে দিয়েছে’? এসব কথা বলাসহ আরো ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগ অস্বীকার করে মো. ওয়াসিম বলেন, এক-দুইদিন পর ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল স্পটে গিয়ে কাজ বন্ধ করতে নানা ধরনের বাহানা খুঁজে কিছু টাকা নিয়ে চলে আসে। গত বুধবার সে স্পট থেকে দুই হাজার টাকা নিয়েছে। পরদিন আবারও স্পটে যায় কাজ বন্ধ করতে। কাজ বন্ধ করার কারন কি জানতে জামতলা এলাকায় দেখা হলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বরং সে আমার শার্টের কলার ধরলে স্থানীয়রা এসে ছাড়িয়ে দেয়। তাকে লাঞ্চিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, সার্ভেয়ারকে লাাঞ্চিত করার অভিযোগ পেয়ে আগামী সোমবার উভয় পক্ষকে নিয়ে বসে কথা শুনতে ডেকেছি। দোষী যেই হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মাটি কাটা বন্ধ করায় গোয়ালন্দ ভূমি সার্ভেয়ারকে শারীরিকভাবে লাঞ্চিতের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৬:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ক্যানাল ঘাট এলাকায় সরকারি জমি থেকে মাটি কাটা বন্ধ করায় ভূমি কার্যালয়ের সার্ভেয়ারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ওই সার্ভেয়ারকে লাঞ্চিত করলে তিনি অভিযুক্ত মো. ওয়াসিম এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

গোয়ালন্দ উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. আশরাফুল হক অভিযোগে বলেন, উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকার পশ্চিমে সরকারি খাস জমি থেকে কয়েকদিন ধরে গোয়ালন্দ শহরের দেওয়ান পাড়ার আব্দুল মজিদ মাষ্টারের ছেলে ওয়াসিম স্কেভেটর দিয়ে মাটি কাটছে। ওই মাটি ট্রাকযোগে বিভিন্ন ইটভাটাসহ বসতভিটায় বিক্রি করছে। স্থানীয়দের থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও কার্যালয়ের নৈশ প্রহরী মিন্টু মন্ডল ও সাইফুল ইসলাম হৃদয়কে সাথে করে মোটরসাইকেল যোগে মাটি কাটার স্থানে যান। সেখানে ওয়াসিমের লোক জাহিদ হোসেনকে বলে মাটি কাটা বন্ধ করে আসেন।

ঘটনাস্থল থেকে ফিরে দুপুরে পৌর জামতলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সার্ভেয়ার আশরাফুল হক বসে আড্ডা দিচ্ছিলেন। ওয়াসিম উপস্থিত স্থানীয় মিজানুর রহমান, সরোয়ার হোসেন, আবু বক্কারের সামনে তাঁর (সার্ভেয়ার) মুখে কয়েকটি থাপ্পর মেরে বলেন, ‘কেন মাটি কাটা বন্ধ করেসিছ, তুই মাটি কাটা বন্ধ করার কে? তোর এতবড় সাহস কে দিয়েছে’? এসব কথা বলাসহ আরো ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগ অস্বীকার করে মো. ওয়াসিম বলেন, এক-দুইদিন পর ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল স্পটে গিয়ে কাজ বন্ধ করতে নানা ধরনের বাহানা খুঁজে কিছু টাকা নিয়ে চলে আসে। গত বুধবার সে স্পট থেকে দুই হাজার টাকা নিয়েছে। পরদিন আবারও স্পটে যায় কাজ বন্ধ করতে। কাজ বন্ধ করার কারন কি জানতে জামতলা এলাকায় দেখা হলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বরং সে আমার শার্টের কলার ধরলে স্থানীয়রা এসে ছাড়িয়ে দেয়। তাকে লাঞ্চিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, সার্ভেয়ারকে লাাঞ্চিত করার অভিযোগ পেয়ে আগামী সোমবার উভয় পক্ষকে নিয়ে বসে কথা শুনতে ডেকেছি। দোষী যেই হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।