০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের নিখোঁজ গৃহবধু দেড় মাস পর ময়মনসিংহ যৌনপল্লি থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ষ্টাফ রিপোর্টারঃ স্বামীর সাথে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার পর প্রতারকের খপ্পড়ে পড়ে এক সন্তানের জননী গৃহবধু (২১)। তাকে ভালো বেতনে পোষাক কারখানায় চাকুরী দেওয়ার কথা বলে ময়মনসিংহের একটি যৌনপল্লিতে বিক্রি করে দেয় প্রতারক চক্র। ঘটনার দেড় মাস পর শুক্রবার ভোরে গৃহবধু ও তার শিশু সন্তানকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উদ্ধার এবং বাড়িওয়ালীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আশা বেগম (৩৫) ময়মনসিংহের গাংনী পাড় যৌনপল্লির মৃত হিরু মিয়ার ৩নং বাড়ির ভাড়াটিয়া ও শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে। গৃহবধুর মা বাদী হয়ে আশাসহ তিনজনকে আসামী করে মানব পাচার আইনে মামলা করেছে। অন্য আসামীরা হলেন অজ্ঞাত ঠিকানার সাগর (৪৭) ও সুমন (২৭)। গতকাল শনিবার গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে পুলিশ সুপার প্রেস ব্রিফিং করেছেন।

গৃহবধুর পরিবার ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে গোয়ালন্দ উপজেলার উজানচরের দরিদ্র পরিবারের তরুনীর দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়ায় বিয়ে হয়। অভাবের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় মনোমালিন্য দেখা দিত। গত ১৩ জুলাই স্বামীর সাথে অভিমান করে গৃহবধু তার তিন মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়। ঢাকা যাবার পথে অজ্ঞাত যুবক সাগর ও সুমনের সাথে পরিচয় হয়। গৃহবধুর অসহায়ত্ব দেখে সাহায্যের কথা বলে পোশাক কারখানায় চাকরী দেওয়ার প্রলোভন দেখায়। প্রলুদ্ধ হয়ে রাতে তাদের সাথে সাভার এলাকার এক বাড়িতে রাত যাপন শেষে পরদিন ১৪ জুলাই তাকে নিয়ে ময়মনসিংহের যৌনপল্লির মৃত হিরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আশার কাছে বিক্রি করে।

গৃহবধু নিখোঁজের এক সপ্তাহ পর তার মা মেয়ের বাড়ি বেড়াতে এসে মেয়েকে না পেয়ে হতাশ হন। স্বামীর বাড়ি থেকে জানানো হয় বাবার বাড়ি গেছে অথচ বাবার বাড়ি পৌছেনি। কোথাও খোঁজ না পেয়ে গৃহবধুর মা বাদী হয়ে ২৯ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রী (নং-১২৩৫) দায়ের করেন।

যৌনপল্লির বাড়িওয়ালী শিশু সন্তানকে অন্যত্র সরিয়ে রেখে গৃহবধুকে আটকে দেহ ব্যবসায় বাধ্য করে। সম্প্রতি জামালপুরের এক যুবকের সাথে গৃহবধুর পরিচয় হলে সমস্যার কথা তুলে ধরে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে ফেসবুকের মাধ্যমে খোঁজ করতে থাকলে গোয়ালন্দ থানা পুলিশ অবগত হয়। ওই যুবকের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর গৃহবধুর মা ও স্থানীয় ইউপি সদস্য সাথে নিয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর অভিযান চালান। ১২ ঘন্টার অভিযান শেষে যৌনপল্লি থেকে গৃহবধুকে উদ্ধার ও বাড়িওয়ালীকে গ্রেপ্তার করেন। এছাড়া যৌনপল্লি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের বস্তি থেকে গৃহবধুর সন্তানকে উদ্ধার করে। অভিযান শেষে ওওয়ানা হয়ে শুক্রবার বিকেলে গোয়ালন্দে পৌছে। এ নিয়ে গতকাল শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, ফেসবুকের কল্যাণে দেড় মাস আগে নিখোঁজ গৃহবধুর সন্ধান পেলে পুলিশ মাত্র ১২ ঘন্টার অভিযানে ময়মনসিংহ থেকে উদ্ধার এবং আসামীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উদ্ধার হওয়া গৃহবধুর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় শুক্রবার (২৮ আগষ্ট) মানব পাচার আইনে মামলা (নং-১৫) দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার গ্রেপ্তারকৃত আশা বাড়িওয়ালীকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের নিখোঁজ গৃহবধু দেড় মাস পর ময়মনসিংহ যৌনপল্লি থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ১১:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ স্বামীর সাথে অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার পর প্রতারকের খপ্পড়ে পড়ে এক সন্তানের জননী গৃহবধু (২১)। তাকে ভালো বেতনে পোষাক কারখানায় চাকুরী দেওয়ার কথা বলে ময়মনসিংহের একটি যৌনপল্লিতে বিক্রি করে দেয় প্রতারক চক্র। ঘটনার দেড় মাস পর শুক্রবার ভোরে গৃহবধু ও তার শিশু সন্তানকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উদ্ধার এবং বাড়িওয়ালীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আশা বেগম (৩৫) ময়মনসিংহের গাংনী পাড় যৌনপল্লির মৃত হিরু মিয়ার ৩নং বাড়ির ভাড়াটিয়া ও শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে। গৃহবধুর মা বাদী হয়ে আশাসহ তিনজনকে আসামী করে মানব পাচার আইনে মামলা করেছে। অন্য আসামীরা হলেন অজ্ঞাত ঠিকানার সাগর (৪৭) ও সুমন (২৭)। গতকাল শনিবার গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে পুলিশ সুপার প্রেস ব্রিফিং করেছেন।

গৃহবধুর পরিবার ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে গোয়ালন্দ উপজেলার উজানচরের দরিদ্র পরিবারের তরুনীর দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়ায় বিয়ে হয়। অভাবের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় মনোমালিন্য দেখা দিত। গত ১৩ জুলাই স্বামীর সাথে অভিমান করে গৃহবধু তার তিন মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়। ঢাকা যাবার পথে অজ্ঞাত যুবক সাগর ও সুমনের সাথে পরিচয় হয়। গৃহবধুর অসহায়ত্ব দেখে সাহায্যের কথা বলে পোশাক কারখানায় চাকরী দেওয়ার প্রলোভন দেখায়। প্রলুদ্ধ হয়ে রাতে তাদের সাথে সাভার এলাকার এক বাড়িতে রাত যাপন শেষে পরদিন ১৪ জুলাই তাকে নিয়ে ময়মনসিংহের যৌনপল্লির মৃত হিরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আশার কাছে বিক্রি করে।

গৃহবধু নিখোঁজের এক সপ্তাহ পর তার মা মেয়ের বাড়ি বেড়াতে এসে মেয়েকে না পেয়ে হতাশ হন। স্বামীর বাড়ি থেকে জানানো হয় বাবার বাড়ি গেছে অথচ বাবার বাড়ি পৌছেনি। কোথাও খোঁজ না পেয়ে গৃহবধুর মা বাদী হয়ে ২৯ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রী (নং-১২৩৫) দায়ের করেন।

যৌনপল্লির বাড়িওয়ালী শিশু সন্তানকে অন্যত্র সরিয়ে রেখে গৃহবধুকে আটকে দেহ ব্যবসায় বাধ্য করে। সম্প্রতি জামালপুরের এক যুবকের সাথে গৃহবধুর পরিচয় হলে সমস্যার কথা তুলে ধরে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে ফেসবুকের মাধ্যমে খোঁজ করতে থাকলে গোয়ালন্দ থানা পুলিশ অবগত হয়। ওই যুবকের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পর গৃহবধুর মা ও স্থানীয় ইউপি সদস্য সাথে নিয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর অভিযান চালান। ১২ ঘন্টার অভিযান শেষে যৌনপল্লি থেকে গৃহবধুকে উদ্ধার ও বাড়িওয়ালীকে গ্রেপ্তার করেন। এছাড়া যৌনপল্লি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের বস্তি থেকে গৃহবধুর সন্তানকে উদ্ধার করে। অভিযান শেষে ওওয়ানা হয়ে শুক্রবার বিকেলে গোয়ালন্দে পৌছে। এ নিয়ে গতকাল শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর প্রমূখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, ফেসবুকের কল্যাণে দেড় মাস আগে নিখোঁজ গৃহবধুর সন্ধান পেলে পুলিশ মাত্র ১২ ঘন্টার অভিযানে ময়মনসিংহ থেকে উদ্ধার এবং আসামীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উদ্ধার হওয়া গৃহবধুর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় শুক্রবার (২৮ আগষ্ট) মানব পাচার আইনে মামলা (নং-১৫) দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার গ্রেপ্তারকৃত আশা বাড়িওয়ালীকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।