০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জায়গায় বিভিন্ন ছোট-বড় ও টং দোকানসহ প্রায় ১২০টির মতো স্থাপনা রয়েছে। এসব স্থাপনা উচ্ছেদে সোমবার বিআইডব্লিউটিএর একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালাতে এসেছে। বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মত অর্থ গ্রহণ করে থাকেন। নিয়মিত টাকা না পাওয়ায় আজকের এ অভিযান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কর্তৃপক্ষ।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ এর নেতৃতে অভিযান চালাতে আসেন। উপজেলা প্রশাসন অভিযানে সহযোগিতা করেন। এসময় গোয়ালন্দ ঘাট থানার পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। প্রস্তুত রাখা হয় বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস। উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস প্রমূখ।

এসময় গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ প্রামানিক, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মন্ডলসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অভিযানের বিরোধিতা করে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা সময় বাড়ানোর দাবী জানালে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেয়ার সময় বেধে দেন। সাড়ে ১২টার পর অভিযান শুরু হলে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে ফেলেন। ভেঙ্গে ফেলা হয় অর্ধশত অবৈধ স্থাপনা। অভিযান বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করলে উপজেলা চেয়ারম্যানের অনুরোধে সোয়া ১টার দিকে অভিযান স্থগিত রাখা হয়। বেলা সাড়ে ৩টার পর পুনরায় অভিযান শুরু হয়। এসময় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানসহ ব্যবসায়ীরা বাধা প্রদান করেন।

পান দোকানী মিলন খান বলেন, “তিনবার নদী ভাঙনের শিকার হয়েছি। জমিজাতি বলতে কিচ্ছু নেই। নদীতে সব হারিয়ে টার্মিনালের এক পাশে পান-বিড়ির দোকান দিয়ে বৌ-পোলাপান নিয়ে কোনভাবে বেঁচে আছি। নদী ভাঙনে ৫০ হাজার করে টাকাসহ কতকিছু দিয়েছে, এক কেজি চালও পায়নি”।

আরেক ব্যবসায়ী মুঞ্জু শেখ বলেন, আমাদের আগে থেকে কোন নোটিশ দেওয়া হয়নি। নোটিশ পেলে অবশ্যই এখান থেকে সরে যেতাম। টার্মিনাল এলাকার অনেক ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে বিআইডব্লিউটিএর লোকজন টাকা তোলেন। টাকা না পেয়ে তারা অভিযান করতে এসেছেন।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এখানকার ব্যবসায়ীদের কাছ বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী নিয়মিত টাকা নিয়ে থাকেন। ইদানিং ওই টাকা তারা ঠিকমতো না দেওয়ায় আজ অভিযান চালাতে এসেছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, এখানকার অধিকাংশ ব্যবসায়ী নদী ভাঙনের শিকার। জমিজমা, ঘরবাড়ি হারিয়ে তারা অস্থায়ীভাবে ব্যবসা করে কোনভাবে বেঁেচ আছেন। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও তাদের ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপ-পরিচালক (পরিবহন ও বন্দর কর্মকর্তা) সাজ্জাদ হোসেন জানান, দৌলতদিয়ায় ১২০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনবার নোটিশ করা হয়েছে। গতকাল রোববার মাইকিং করা হয়েছে। অভিযানে আসায় টাকা নেওয়াসহ নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে, যার কোন ভিত্তি নেই।

গোয়ালন্দের ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ব্যবসায়ীদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিগন বাধা প্রদানের চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে অভিযান চালানো হয়। ব্যবসায়ীরা নিজ থেকেও তাদের মালামাল সরিয়ে নেয়। বিকেল সাড়ে ৪টার পর সকল স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ বলেন, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএর কেউ ব্যবসায়ীদের থেকে অনৈতিক সুবিধা নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীদের বিক্ষোভ

পোস্ট হয়েছেঃ ০৫:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনাল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জায়গায় বিভিন্ন ছোট-বড় ও টং দোকানসহ প্রায় ১২০টির মতো স্থাপনা রয়েছে। এসব স্থাপনা উচ্ছেদে সোমবার বিআইডব্লিউটিএর একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালাতে এসেছে। বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মত অর্থ গ্রহণ করে থাকেন। নিয়মিত টাকা না পাওয়ায় আজকের এ অভিযান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কর্তৃপক্ষ।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ এর নেতৃতে অভিযান চালাতে আসেন। উপজেলা প্রশাসন অভিযানে সহযোগিতা করেন। এসময় গোয়ালন্দ ঘাট থানার পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। প্রস্তুত রাখা হয় বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস। উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস প্রমূখ।

এসময় গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ প্রামানিক, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মন্ডলসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অভিযানের বিরোধিতা করে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা সময় বাড়ানোর দাবী জানালে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেয়ার সময় বেধে দেন। সাড়ে ১২টার পর অভিযান শুরু হলে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে ফেলেন। ভেঙ্গে ফেলা হয় অর্ধশত অবৈধ স্থাপনা। অভিযান বন্ধে ব্যবসায়ীরা বিক্ষোভ করলে উপজেলা চেয়ারম্যানের অনুরোধে সোয়া ১টার দিকে অভিযান স্থগিত রাখা হয়। বেলা সাড়ে ৩টার পর পুনরায় অভিযান শুরু হয়। এসময় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানসহ ব্যবসায়ীরা বাধা প্রদান করেন।

পান দোকানী মিলন খান বলেন, “তিনবার নদী ভাঙনের শিকার হয়েছি। জমিজাতি বলতে কিচ্ছু নেই। নদীতে সব হারিয়ে টার্মিনালের এক পাশে পান-বিড়ির দোকান দিয়ে বৌ-পোলাপান নিয়ে কোনভাবে বেঁচে আছি। নদী ভাঙনে ৫০ হাজার করে টাকাসহ কতকিছু দিয়েছে, এক কেজি চালও পায়নি”।

আরেক ব্যবসায়ী মুঞ্জু শেখ বলেন, আমাদের আগে থেকে কোন নোটিশ দেওয়া হয়নি। নোটিশ পেলে অবশ্যই এখান থেকে সরে যেতাম। টার্মিনাল এলাকার অনেক ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে বিআইডব্লিউটিএর লোকজন টাকা তোলেন। টাকা না পেয়ে তারা অভিযান করতে এসেছেন।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এখানকার ব্যবসায়ীদের কাছ বিআইডব্লিউটিএর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী নিয়মিত টাকা নিয়ে থাকেন। ইদানিং ওই টাকা তারা ঠিকমতো না দেওয়ায় আজ অভিযান চালাতে এসেছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, এখানকার অধিকাংশ ব্যবসায়ী নদী ভাঙনের শিকার। জমিজমা, ঘরবাড়ি হারিয়ে তারা অস্থায়ীভাবে ব্যবসা করে কোনভাবে বেঁেচ আছেন। মানবিক দৃষ্টিকোন থেকে হলেও তাদের ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের উপ-পরিচালক (পরিবহন ও বন্দর কর্মকর্তা) সাজ্জাদ হোসেন জানান, দৌলতদিয়ায় ১২০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনবার নোটিশ করা হয়েছে। গতকাল রোববার মাইকিং করা হয়েছে। অভিযানে আসায় টাকা নেওয়াসহ নানা ধরনের অভিযোগ তোলা হচ্ছে, যার কোন ভিত্তি নেই।

গোয়ালন্দের ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ব্যবসায়ীদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিগন বাধা প্রদানের চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে অভিযান চালানো হয়। ব্যবসায়ীরা নিজ থেকেও তাদের মালামাল সরিয়ে নেয়। বিকেল সাড়ে ৪টার পর সকল স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ বলেন, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএর কেউ ব্যবসায়ীদের থেকে অনৈতিক সুবিধা নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।