০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু হলো মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজাইফা বিশ্বাস (৮) ও একই গ্রামের ইকরাম মিয়ার ছেলে হাসান মিয়া (৩)।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুমুর রহমান বলেন, বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়ীতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাবু বিশ্বাসের বাড়ীর লোকজন পাশের বাড়ীতে না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। ভয়ে শিশু দুটি ঘরের এক পাল্লার দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয় লোকজন বন্ধ দরজা ভেঙ্গে তাদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।

গুরুত্বর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের হুজাইফা বিশ্বাসকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হুজাইফাও মারা যায়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. সজিব বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু দুটির পরিবারের সব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ১০:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু হলো মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হুজাইফা বিশ্বাস (৮) ও একই গ্রামের ইকরাম মিয়ার ছেলে হাসান মিয়া (৩)।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুমুর রহমান বলেন, বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়ীতে দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে দুই শিশু রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাবু বিশ্বাসের বাড়ীর লোকজন পাশের বাড়ীতে না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রান্না ঘরে রাখা খড়িতে। ভয়ে শিশু দুটি ঘরের এক পাল্লার দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয় লোকজন বন্ধ দরজা ভেঙ্গে তাদেরকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।

গুরুত্বর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের হুজাইফা বিশ্বাসকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হুজাইফাও মারা যায়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. সজিব বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু দুটির পরিবারের সব বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।