০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের এসি ল্যান্ড এখন সুস্থ্য আছেন

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন এখন সুস্থ্য আছেন। এর আগে তিনি ৮ জুন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তখন থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন রাজবাড়ীমেইলকে জানান, গত সোমবার (১৫ জুন) ঢাকার আইইডিসিআর-এ তিনি করোনার নমুনা দিলে পরদিন মঙ্গলবার রাতেই ফলাফল নেগেটিভ আছেন। এরপর থেকে তিনি বেশ সুস্থ্যতা অনুভব করছেন। পুরোপুরি করোনা মুক্ত হতে তাঁকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ২১ জুন তাঁকে দ্বিতীয়বার নমুনা প্রদান করতে হবে। তখন নেগেটিভ আসলে তিনি পুরোপুরি করোনামুক্ত হয়ে আগের মতো কাজ শুরু করতে পারবেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষজনের চলাচলের দায়িত্ব পালন করতে গিয়ে হরহামেশা মানুষের খুব কাছাকাছি যেতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুবায়েত হায়াত শিপলুর পরামর্শে ৭ জুন দ্রুত ফরিদপুর গিয়ে নমুনা প্রদান করেন। পরদিন ফলাফলে তার পজিটিভ শনাক্ত হলে তখন থেকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের এসি ল্যান্ড এখন সুস্থ্য আছেন

পোস্ট হয়েছেঃ ০৮:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন এখন সুস্থ্য আছেন। এর আগে তিনি ৮ জুন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তখন থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন রাজবাড়ীমেইলকে জানান, গত সোমবার (১৫ জুন) ঢাকার আইইডিসিআর-এ তিনি করোনার নমুনা দিলে পরদিন মঙ্গলবার রাতেই ফলাফল নেগেটিভ আছেন। এরপর থেকে তিনি বেশ সুস্থ্যতা অনুভব করছেন। পুরোপুরি করোনা মুক্ত হতে তাঁকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ২১ জুন তাঁকে দ্বিতীয়বার নমুনা প্রদান করতে হবে। তখন নেগেটিভ আসলে তিনি পুরোপুরি করোনামুক্ত হয়ে আগের মতো কাজ শুরু করতে পারবেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের মানবিক সহায়তার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষজনের চলাচলের দায়িত্ব পালন করতে গিয়ে হরহামেশা মানুষের খুব কাছাকাছি যেতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুবায়েত হায়াত শিপলুর পরামর্শে ৭ জুন দ্রুত ফরিদপুর গিয়ে নমুনা প্রদান করেন। পরদিন ফলাফলে তার পজিটিভ শনাক্ত হলে তখন থেকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।