Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে ১৮ বছর পর যুবলীগের সম্মেলন, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে শহর

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ মার্চ ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম ও মইন মৃধা, রাজবাড়ীঃ দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত রাজবাড়ী জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার (৪ মার্চ) বড় পরিসরে অনুষ্ঠিত সম্মলন উপলক্ষে জেলা শহর ও উপজেলা গুলোর রাস্তাঘাট সাজ সাজ রবে ব্যানার ফেস্টুন গেট দিয়ে সাজানে হয়েছে। দীর্ঘদিন পর হলেও যুবলীগের সম্মেলন অনুষ্ঠানের আয়োজন হওয়ায় নেতাকর্মী ও জন সাধারনের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

গত ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার আহব্বায়ক কমিটি গঠনের পর দীর্ঘ ১৮ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সে লক্ষে রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি গঠনের লক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উৎসাহ ও উদ্দিপনা। জেলা শহরের রাস্তা ঘাট সম্মেলন স্থল সেজেছে নেতা কর্মীদের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে। রাস্তায় তৈরী করা হয়েছে বড় বড় তোড়ন। বিশাল প্যান্ডেল তৈরী করা হয়েছে সম্মেলন স্থলে।

এদিকে সম্মেলনকে সফল করতে নানা উদ্যোগ গ্রহন করেছে জেলা আওয়ামীলীগসহ যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। প্রার্থীদের আশা তাদের কাঙ্খিত পদ দিয়ে সম্মানিত করা হবে। জেলা যুবলীগের সভাপতি পদে ৮ জন ও সাধারন সম্পাদক পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ সহ কেন্দ্রীয় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। ৫০ হাজারেরও বেশি মানুষের সমাগম হওয়ার আশা সম্মেলন নেতৃবৃন্দের। জেলায় মোট কাউন্সিলর রয়েছে ১৭৭ জন।

সভাপতি পদে এ্যাডভোকেট মো. আশরাফুল আলম আশা, মোস্তাফিজুর রহমান শরিফ, এ্যাডভোকেট ইয়াছির আরাফাত রামিম, আসাদুজ্জামান শামিম সহ আটজন এবং সাধারন সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাইফুল ইসলাম এরশাদ সহ ১১ জন যুবলীগের পদ প্রার্থী হয়েছেন।

জেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রার্থী ও স্থানীয় নেতা কর্মিরা বলেন,কেন্দ্রিয় নেতারা যোগ্য দেখে এবং যারা আওয়ামীলীগের জন্য নিবেদিত ছিলেন তাদের নিবার্চিত করবেন বলে আশা করেন। কোন টেন্ডারবাজ, মাদকাসক্ত ও মাদক ব্যাবসায়ীদের দলে স্থান দিবেন বলে তাদের আশা।

রাজবাড়ী জেলা যুবলীগের সম্মোলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মোঃ শওকত হাসান বলেন, দীর্ঘদিন পর হলেও যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় রাজবাড়ীবাসি আনন্দিত। সম্মলনে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। যুবলীগের এই সম্মেলন সম্পন্ন করতে তাদের প্রচেস্টা এবং আমাদের কর্মতৎপরতার মাধ্যমে সম্মলনটি সফল হবে।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী বলেন, যার দ্বারা সংগঠন শক্তিশালী হবে, যার গ্রহনযোগ্যতা থাকবে এবং যার কোন ধরনের বদনাম নাই তাকেই নেতা বানানো উচিত। যারমধ্যে বাজে অভ্যাস রয়েছে তাকে যেন নেতা নির্বাচিত না করা হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান কেন্দ্রিয় নেতাদের।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি