০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজির কাতল

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ায় জেলেদের জালে এবার ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি বুধবার দৌলতদিয়া বাজারে নিলামে ১৪০০ টাকা কেজি দরে প্রায় ২১ হাজার টাকয় বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ও মোমিন মন্ডল যৌথভাবে কিনে নেন। এখনো মাছটি ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেধে রাখা হয়েছে।

মৎস্য ব্যবসায়ী মোমিন মন্ডল জানান, মঙ্গলবার দিবাগত রাতে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ায় নিচের দিকে পদ্মায় জাল ফেলেন স্থানীয় জেলে আনিস হালদার ও তার সহকর্মীরা। রাতে কয়েকটিবার জাল ফেলে হাতে গোনা ছোট ছোট কয়েকটি ইলিশ সহ অন্যান্য মাছ পান। গভীর রাতের দিকে জালে টান পড়লে বুঝতে পারে বড় কোন মাছ ধরা পড়েছে। বুধবার ভোরের দিকে জাল তুলে নৌকায় ওঠানোর সময় দেখতে পান জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। এত বড় কাতলা মাছ পেয়ে জেলেদের সবার মুখে আনন্দের ঝিলিক দেখা দেয়। দ্রুত মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে। সেখানে স্থানীয় আড়তদার দুলাল সরদারের আড়তে মাছটি তোলা হয় নিলামের জন্য। তার আগে ওজন দিয়ে দেখতে পান প্রায় ১৫ কেজি হয়েছে। নিলামে অন্যান্যদের সাথে অংশ নিয়ে তারা (চান্দু মোল্লা ও মোমিন মন্ডল) সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মোমিন মন্ডল আরো জানান, চান্দু মোল্লা, আমি (মোমিন মন্ডল) ও মজনু বেপারী তিনজন মিলে যৌথভাবে মাছের ব্যবসা করে আসছি। স্থানীয় চাঁদনি-আরিফা মৎস্য আড়তে মাছটি কিনে নিয়ে আসার পর এখনো দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রেখেছি। এখন বিক্রির জন্য ঢাকার বিভিন্ন পরিচিত বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা ১৫০০ টাকা কেজি দরে দাম চাচ্ছিল। এরপর কিছু লাভ হলেই মাছটি বিক্রি করে দিব। এর আগে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে এর চেয়ে আরেকটু বড় কাতলা মাছ পেয়েছিলাম। আজকেরটা দিয়ে এই মৌসুমে দুইটি বড় কাতল মাছ ধরা পড়লো। এর চেয়ে ছোট ছোট পাঙাশ, কাতল, বাগাড় সহ বিভিন্ন ধরনের মাছ মাঝেমধ্যে ধরা পড়ছে।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর এ ধরনের বড় বড় মাছ সংরক্ষণ করা জরুরী হয়ে পড়েছে। এ জন্য এ এলাকায় একটি অভয়াশ্রম করা খুবই জরুরী। অভয়াশ্রম করা না গেলে এ ধরনের বড় বড় মাছ কালের গর্ভে হারিয়ে যাবে। এখন একটু কম বড় মাছ ধরা পড়ছে। তবে সামনের পুর্নিমাতে আরো কিছু বড় মাছ ধরা পড়তে পারে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মা নদীতে এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৫ কেজির কাতল

পোস্ট হয়েছেঃ ০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ায় জেলেদের জালে এবার ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি বুধবার দৌলতদিয়া বাজারে নিলামে ১৪০০ টাকা কেজি দরে প্রায় ২১ হাজার টাকয় বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ও মোমিন মন্ডল যৌথভাবে কিনে নেন। এখনো মাছটি ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেধে রাখা হয়েছে।

মৎস্য ব্যবসায়ী মোমিন মন্ডল জানান, মঙ্গলবার দিবাগত রাতে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ায় নিচের দিকে পদ্মায় জাল ফেলেন স্থানীয় জেলে আনিস হালদার ও তার সহকর্মীরা। রাতে কয়েকটিবার জাল ফেলে হাতে গোনা ছোট ছোট কয়েকটি ইলিশ সহ অন্যান্য মাছ পান। গভীর রাতের দিকে জালে টান পড়লে বুঝতে পারে বড় কোন মাছ ধরা পড়েছে। বুধবার ভোরের দিকে জাল তুলে নৌকায় ওঠানোর সময় দেখতে পান জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। এত বড় কাতলা মাছ পেয়ে জেলেদের সবার মুখে আনন্দের ঝিলিক দেখা দেয়। দ্রুত মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে। সেখানে স্থানীয় আড়তদার দুলাল সরদারের আড়তে মাছটি তোলা হয় নিলামের জন্য। তার আগে ওজন দিয়ে দেখতে পান প্রায় ১৫ কেজি হয়েছে। নিলামে অন্যান্যদের সাথে অংশ নিয়ে তারা (চান্দু মোল্লা ও মোমিন মন্ডল) সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মোমিন মন্ডল আরো জানান, চান্দু মোল্লা, আমি (মোমিন মন্ডল) ও মজনু বেপারী তিনজন মিলে যৌথভাবে মাছের ব্যবসা করে আসছি। স্থানীয় চাঁদনি-আরিফা মৎস্য আড়তে মাছটি কিনে নিয়ে আসার পর এখনো দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রেখেছি। এখন বিক্রির জন্য ঢাকার বিভিন্ন পরিচিত বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ও রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা ১৫০০ টাকা কেজি দরে দাম চাচ্ছিল। এরপর কিছু লাভ হলেই মাছটি বিক্রি করে দিব। এর আগে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে এর চেয়ে আরেকটু বড় কাতলা মাছ পেয়েছিলাম। আজকেরটা দিয়ে এই মৌসুমে দুইটি বড় কাতল মাছ ধরা পড়লো। এর চেয়ে ছোট ছোট পাঙাশ, কাতল, বাগাড় সহ বিভিন্ন ধরনের মাছ মাঝেমধ্যে ধরা পড়ছে।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর এ ধরনের বড় বড় মাছ সংরক্ষণ করা জরুরী হয়ে পড়েছে। এ জন্য এ এলাকায় একটি অভয়াশ্রম করা খুবই জরুরী। অভয়াশ্রম করা না গেলে এ ধরনের বড় বড় মাছ কালের গর্ভে হারিয়ে যাবে। এখন একটু কম বড় মাছ ধরা পড়ছে। তবে সামনের পুর্নিমাতে আরো কিছু বড় মাছ ধরা পড়তে পারে।