০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন রাজবাড়ীর কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম

সোহেল মিয়াঃ রাজবাড়ীর কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না এলাহী রাজিউন) । তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের অন্যতম সদস্য, রাজবাড়ীর সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম। সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হার্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আজিজা খানম বলেন, চিত্রশিল্পী মনসুর উল করিম হার্ডের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে সে মারা গেছেন বলে আমাকে জানান তার মেয়ে সাদিয়া শামিম মনসুর। সাদিয়া শামিম মনসুর আমাকে আরো জানান, তাঁর বাবার ইচ্ছানুযায়ি তাঁকে রাজবাড়ীর বুননে আনা হবে। তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশী চিত্রশিল্পী এবং অধ্যাপক। দীর্ঘ ৪০ বছর তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। সত্তর দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অবদান রেখে আসছেন। চিত্রকলায় অবদানের জন্য তাকে বাংলাদেশ সরকারের ২০০৯ সালে একুশে পদকে ভূষিত করেন। এছাড়া ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত একাশত জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরস্কার লাভ। ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
তাঁর মৃত্যুতে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সেমাবার রাতেই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম শোক প্রকাশ করেছেন।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

চলে গেলেন রাজবাড়ীর কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম

পোস্ট হয়েছেঃ ০৪:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
সোহেল মিয়াঃ রাজবাড়ীর কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না এলাহী রাজিউন) । তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের অন্যতম সদস্য, রাজবাড়ীর সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম। সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হার্ডের সমস্যাসহ বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আজিজা খানম বলেন, চিত্রশিল্পী মনসুর উল করিম হার্ডের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুরে সে মারা গেছেন বলে আমাকে জানান তার মেয়ে সাদিয়া শামিম মনসুর। সাদিয়া শামিম মনসুর আমাকে আরো জানান, তাঁর বাবার ইচ্ছানুযায়ি তাঁকে রাজবাড়ীর বুননে আনা হবে। তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশী চিত্রশিল্পী এবং অধ্যাপক। দীর্ঘ ৪০ বছর তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। সত্তর দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অবদান রেখে আসছেন। চিত্রকলায় অবদানের জন্য তাকে বাংলাদেশ সরকারের ২০০৯ সালে একুশে পদকে ভূষিত করেন। এছাড়া ১৯৯২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত একাশত জাতীয় চারুকলা প্রদর্শনী থেকে পুরস্কার লাভ। ১৯৯৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
তাঁর মৃত্যুতে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সেমাবার রাতেই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম শোক প্রকাশ করেছেন।