০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করলেন আব্দুল্লাহ আল-মামুন

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন গোয়ালন্দ উপজেলার সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন। তিনি বুধবার বিকেলে কালুখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে আব্দুল্লাহ আল-মামুন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রায় দেড় বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁকে গত ২২ জুলাই সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগী কমিশনারের কার্যালয়ে তাঁকে বদলি করা হয়। সেখান থেকে বুধবার (২ সেপ্টেম্বর) ইউএনও হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় যোগদানের নির্দেশনা প্রদান করা হয়।

আব্দুল্লাহ আল-মামুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিজ্জামান চৌধুরী টিটো, ভারপ্রাপ্ত ইউএনও, সহকারী কমিশনার শেখ নুরুল আলম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নবাগত ইউএনও হিসেবে যোগদানের পর তিনি ইউএনও’র কার্যালয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে করে সভা করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় যথাযথ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে যে কোন ভালো কাজ সম্পাদন সম্ভব বলেও তিনি জানান।

শুভেচ্ছা জানানোর সময় কালুখালী উপজেলা পরিষদের চেযারম্যান ছাড়াও উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত ইউএনও আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমরা সকলে মিলে একটি টিম হিসেবে কাজ করলে সকল কাজ সুষ্ঠভাবে সম্পাদন সম্ভব। কারো মধ্যে কোন বৈরিতা মনোভাব না রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কর্মকর্তাদের মধ্যে যেন কোন দূরত্ব তৈরী না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

আব্দুল্লাহ আল-মামুন ৩৩ তম বিসিএস এর একজন কর্মকর্তা। পঞ্চগঞ্জ জেলার দেবীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। এক সন্তানের জনক। তাঁর স্ত্রী বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ডিভিসি নিউজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক। আব্দুল্লাহ আল-মামুন কর্মজীবনের শুরুতে দেশের সবচেয়ে জনপ্রিয় ও পাঠকপ্রিয় পত্রিকা প্রথম আলোতে ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কালুখালী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করলেন আব্দুল্লাহ আল-মামুন

পোস্ট হয়েছেঃ ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন গোয়ালন্দ উপজেলার সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন। তিনি বুধবার বিকেলে কালুখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে আব্দুল্লাহ আল-মামুন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রায় দেড় বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁকে গত ২২ জুলাই সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগী কমিশনারের কার্যালয়ে তাঁকে বদলি করা হয়। সেখান থেকে বুধবার (২ সেপ্টেম্বর) ইউএনও হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলায় যোগদানের নির্দেশনা প্রদান করা হয়।

আব্দুল্লাহ আল-মামুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিজ্জামান চৌধুরী টিটো, ভারপ্রাপ্ত ইউএনও, সহকারী কমিশনার শেখ নুরুল আলম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নবাগত ইউএনও হিসেবে যোগদানের পর তিনি ইউএনও’র কার্যালয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে করে সভা করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় যথাযথ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে যে কোন ভালো কাজ সম্পাদন সম্ভব বলেও তিনি জানান।

শুভেচ্ছা জানানোর সময় কালুখালী উপজেলা পরিষদের চেযারম্যান ছাড়াও উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত ইউএনও আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমরা সকলে মিলে একটি টিম হিসেবে কাজ করলে সকল কাজ সুষ্ঠভাবে সম্পাদন সম্ভব। কারো মধ্যে কোন বৈরিতা মনোভাব না রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কর্মকর্তাদের মধ্যে যেন কোন দূরত্ব তৈরী না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

আব্দুল্লাহ আল-মামুন ৩৩ তম বিসিএস এর একজন কর্মকর্তা। পঞ্চগঞ্জ জেলার দেবীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। এক সন্তানের জনক। তাঁর স্ত্রী বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ডিভিসি নিউজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক। আব্দুল্লাহ আল-মামুন কর্মজীবনের শুরুতে দেশের সবচেয়ে জনপ্রিয় ও পাঠকপ্রিয় পত্রিকা প্রথম আলোতে ছিলেন।