০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পুলিশের অভিযানে ৯ শ্রমিক আটক, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত গভীররাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৯ জন পরিবহন শ্রমিক বা দালালকে আটক করেছে। রোববার তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ দন্ডে দন্ডিত শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দের বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার বারেক শেখ এর ছেলে জাহিদ শেখ (২৩), একই গ্রামের করিম পাল এর ছেলে ইয়াকুব পাল (২৫), মৃত ইমান সরদারের ছেলে হৃদয় সরদার (২০), মজিদ মন্ডলের ছেলে ছমির মন্ডল (২২), স্থানীয় সোহরাব মন্ডল পাড়ার জানু মন্ডল এর ছেলে রফিক মন্ডল (২৫), নুরু মন্ডল পাড়ার লালন মোল্লার ছেলে আমজাদ মোল্লা (১৮), যদু ফকির পাড়ার মৃত সিরাজ মোল্লার ছেলে সেলিম মোল্লা (২৮), পরশউল্যাহ মাতুব্বর পাড়ার মৃত বারেক মোল্লার ছেলে ফেলা মোল্লা (২২) ও গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল গ্রামের রমজান ফকিরের ছেলে মোশাররফ হোসেন (৩২)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এক শ্রেণীর সুযোগ সন্ধানী তথা কথিত পরিবহন শ্রমিক বা দালাল লাইনে থাকা গাড়ি চালকদের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে আগে বের করার চেষ্টা করে। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার দিবাগত গভীররাতে অভিযান চালিয়ে উল্লেখিত ৯ জনকে আটক করা হয়।

তিনি বলেন, রোববার তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে সবাই জরিমানা দিয়ে মুক্তি পায়। দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোন প্রকার অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবেনা। পুলিশ সর্বাত্মকভাবে বিশেষ নজরদারী করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় পুলিশের অভিযানে ৯ শ্রমিক আটক, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

পোস্ট হয়েছেঃ ০৯:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত গভীররাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৯ জন পরিবহন শ্রমিক বা দালালকে আটক করেছে। রোববার তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থ দন্ডে দন্ডিত শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দের বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার বারেক শেখ এর ছেলে জাহিদ শেখ (২৩), একই গ্রামের করিম পাল এর ছেলে ইয়াকুব পাল (২৫), মৃত ইমান সরদারের ছেলে হৃদয় সরদার (২০), মজিদ মন্ডলের ছেলে ছমির মন্ডল (২২), স্থানীয় সোহরাব মন্ডল পাড়ার জানু মন্ডল এর ছেলে রফিক মন্ডল (২৫), নুরু মন্ডল পাড়ার লালন মোল্লার ছেলে আমজাদ মোল্লা (১৮), যদু ফকির পাড়ার মৃত সিরাজ মোল্লার ছেলে সেলিম মোল্লা (২৮), পরশউল্যাহ মাতুব্বর পাড়ার মৃত বারেক মোল্লার ছেলে ফেলা মোল্লা (২২) ও গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল গ্রামের রমজান ফকিরের ছেলে মোশাররফ হোসেন (৩২)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এক শ্রেণীর সুযোগ সন্ধানী তথা কথিত পরিবহন শ্রমিক বা দালাল লাইনে থাকা গাড়ি চালকদের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে আগে বের করার চেষ্টা করে। এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার দিবাগত গভীররাতে অভিযান চালিয়ে উল্লেখিত ৯ জনকে আটক করা হয়।

তিনি বলেন, রোববার তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে সবাই জরিমানা দিয়ে মুক্তি পায়। দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোন প্রকার অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবেনা। পুলিশ সর্বাত্মকভাবে বিশেষ নজরদারী করছে।