০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সরোয়ার মিরাজ ও মইনুল হক, গোয়ালন্দঃ ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস”-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় পাবলিক সার্ভিসের জন্য বিভিন্ন দপ্তরের দেয়া স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। দিনব্যাপী বিভিন্ন জনগণের জন্য বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা ও বিভিন্ন কাজের সার্ভিস দেন স্টলগুলো। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, সিভিল সার্ভিসের কর্মকর্তারা সব সময় মানুষকে সেবা দিতে সচেষ্ট থাকেন। যে সেবা দিতে তারা অঙ্গিকারাবদ্ধ। একই সাথে গণমানুষের সেবা প্রদানের মাধ্যমে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।

ইউএনও জাকির হোসেন বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তরপ্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিক সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

পোস্ট হয়েছেঃ ০৬:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

সরোয়ার মিরাজ ও মইনুল হক, গোয়ালন্দঃ ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস”-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে উপজেলা কোর্ট চত্বরে জাতীয় পাবলিক সার্ভিসের জন্য বিভিন্ন দপ্তরের দেয়া স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন। দিনব্যাপী বিভিন্ন জনগণের জন্য বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা ও বিভিন্ন কাজের সার্ভিস দেন স্টলগুলো। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, সিভিল সার্ভিসের কর্মকর্তারা সব সময় মানুষকে সেবা দিতে সচেষ্ট থাকেন। যে সেবা দিতে তারা অঙ্গিকারাবদ্ধ। একই সাথে গণমানুষের সেবা প্রদানের মাধ্যমে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।

ইউএনও জাকির হোসেন বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তরপ্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিক সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।