০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ‘চা পান করে বাড়ি ফেরা হলো না তার’

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ রেলগেট নামক স্থানে কুষ্টিয়ার পোড়াদাহ থেকে আসা দৌলতদিয়া ঘাটগামী শাটল ট্রেনে কাটা পড়ে জয়দার মন্ডল (৯৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া গ্রামের সৌদা মন্ডলের ছেলে।

স্থানীয় রেলগেট এলাকার মুদি দোকানী মো. মতিউর রহমান ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কুষ্টিয়ার পোড়াদাহ থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাট গামী শাটল ট্রেনটি মঙ্গলবার (২২ মার্চ) বেলা আড়াইটার দিকে গোয়ালন্দ রেলগেট এলাকা অতিক্রম করে। এর আগে যথারীতি রেলগেটের দায়িত্বরত গেটম্যান মহাসড়কের রেলগেটের ব্যারিয়ার দিয়ে বন্ধ করে দিয়েছিল। নিহত জয়দার মন্ডল বয়স হওয়াতে কানে একটু কম শোনেন।

প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে চা খাওয়ার উদ্দেশ্যে রেলগেট সংলগ্ন স্থানীয় চায়ের দোকানের উদ্দেশ্যে আসছিলেন। রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সাথে তিনি ধাক্কা খান। মুহুর্তেই প্রায় ১৫গজ দূরে ঠেলে নিয়ে রেললাইনে পড়ে হাত ও পায়ের অংশ বিশেষ কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জয়দার মন্ডলের ভাতিজা মো. আইয়ুব মন্ডল জানান, কাকা প্রতিদিন তিন বেলা চা পান করতে বাড়ি থেকে রেলগেট এলাকার চায়ের দোকানে এসে বসে থাকতো। দুপুরে তিনি খাবার খেয়ে চা পান করতেই রেলগেট সংলগ্ন মুদি দোকানে আসতে ছিলেন। অনেক বয়স হওয়ায় তিনি কানে কম শুনতেন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ব্যপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ‘চা পান করে বাড়ি ফেরা হলো না তার’

পোস্ট হয়েছেঃ ১০:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ রেলগেট নামক স্থানে কুষ্টিয়ার পোড়াদাহ থেকে আসা দৌলতদিয়া ঘাটগামী শাটল ট্রেনে কাটা পড়ে জয়দার মন্ডল (৯৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া গ্রামের সৌদা মন্ডলের ছেলে।

স্থানীয় রেলগেট এলাকার মুদি দোকানী মো. মতিউর রহমান ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কুষ্টিয়ার পোড়াদাহ থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাট গামী শাটল ট্রেনটি মঙ্গলবার (২২ মার্চ) বেলা আড়াইটার দিকে গোয়ালন্দ রেলগেট এলাকা অতিক্রম করে। এর আগে যথারীতি রেলগেটের দায়িত্বরত গেটম্যান মহাসড়কের রেলগেটের ব্যারিয়ার দিয়ে বন্ধ করে দিয়েছিল। নিহত জয়দার মন্ডল বয়স হওয়াতে কানে একটু কম শোনেন।

প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে চা খাওয়ার উদ্দেশ্যে রেলগেট সংলগ্ন স্থানীয় চায়ের দোকানের উদ্দেশ্যে আসছিলেন। রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সাথে তিনি ধাক্কা খান। মুহুর্তেই প্রায় ১৫গজ দূরে ঠেলে নিয়ে রেললাইনে পড়ে হাত ও পায়ের অংশ বিশেষ কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জয়দার মন্ডলের ভাতিজা মো. আইয়ুব মন্ডল জানান, কাকা প্রতিদিন তিন বেলা চা পান করতে বাড়ি থেকে রেলগেট এলাকার চায়ের দোকানে এসে বসে থাকতো। দুপুরে তিনি খাবার খেয়ে চা পান করতেই রেলগেট সংলগ্ন মুদি দোকানে আসতে ছিলেন। অনেক বয়স হওয়ায় তিনি কানে কম শুনতেন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ব্যপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে।