স্টাফ রিপোর্টার, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কশবামাজাইল ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আরিফ শেখ (৩০) নামের এক গরুচোরকে গ্রেপ্তার করেছে। সাথে চুরি যাওয়া গরু উদ্ধার করে মালিকের হেফাজতে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আরিফ শেখ কশবামাজাইল ইউপির ভাতশালা গ্রামের সিরাজ শেখের ছেলে।
গত সোমবার (২২ মার্চ) বিকেলে কশবামাজাইল ইউপির লক্ষ্মীপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কশবামাজাইল ক্যাম্পের পুলিশ।
জানা যায়, গত ২১ মার্চ রাতে ভাতশালা গ্রামের আলাউদ্দিন মল্লিকের প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১টি কালো রঙের এড়ে গরু চুরি হয়। এ ঘটনায় আলাউদ্দিন মল্লিক বাদী হয়ে পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ ২২/০৩/২১, ধারা ৩৮০, পেনাল কোর্ড। মামলার বাদী আলাউদ্দিন মল্লিকের দেওয়া তথ্যমতে কশবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই মাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু উদ্ধারসহ আরিফ শেখকে গ্রেপ্তার করে।
কশবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, গরু চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।