০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস, দোকানীকে জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‌্যাবের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করে ধ্বংস এবং দোকানীকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আবু দারদার নেতৃত্বে বালিয়াকান্দি বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে বাজারের নারুয়া রোডে স্বপ্নদ্বীপ মার্কেটের নিজ তলায় মেসার্স রাজ্জাক স্টোর নামের একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার মূল্যের এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ বস্তা পলিথিন জব্দ করে। পরে উদ্ধারকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন উপজেলা ভূমি অফিস চত্বরে নিয়ে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এছাড়াও দোকানী আব্দুর রাজ্জাক ওরফে রাজা মন্ডলকে মৎস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট আইনের ৩টি ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল অভিযানে সহযোগিতা করে। এসময় বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রবিউল হক ও ক্ষেত্র সহকারী মো. ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দিতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস, দোকানীকে জরিমানা

পোস্ট হয়েছেঃ ১০:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‌্যাবের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করে ধ্বংস এবং দোকানীকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আবু দারদার নেতৃত্বে বালিয়াকান্দি বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে বাজারের নারুয়া রোডে স্বপ্নদ্বীপ মার্কেটের নিজ তলায় মেসার্স রাজ্জাক স্টোর নামের একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার মূল্যের এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ বস্তা পলিথিন জব্দ করে। পরে উদ্ধারকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন উপজেলা ভূমি অফিস চত্বরে নিয়ে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এছাড়াও দোকানী আব্দুর রাজ্জাক ওরফে রাজা মন্ডলকে মৎস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট আইনের ৩টি ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল অভিযানে সহযোগিতা করে। এসময় বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রবিউল হক ও ক্ষেত্র সহকারী মো. ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন।