০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে চোর আটকের দুই ঘন্টা পর বাই সাইকেল উদ্ধার

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বাই সাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে দুইজনকে আটক করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুই ঘন্টা পর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করেন।

আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়ার গোলাপ শেখ এর ছেলে মো. মিজান শেখ (২৯) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত শামজুদ্দিন শেখ এর ছেলে সাইদুল ইসলাম শেখ (৪০)। সাইদুল বর্তমানে গোয়ালন্দ মোড় কোরমানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোয়ালন্দ বাজার এলাকা থেকে বৃহস্পতিবার দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় উল্লেখিত দুইজনকে আসামী করে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর বিকেল পাঁচটার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে সাইদুল ইসলাম ও মিজান শেখকে পুলিশ আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চোরাই বাই সাইকেল উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, থানায় অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এজাহার নামীয় দুই চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের দুই ঘন্টা পর চুরিকৃত বাই সাইকেল দুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে চোর আটকের দুই ঘন্টা পর বাই সাইকেল উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৬:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বাই সাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে দুইজনকে আটক করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুই ঘন্টা পর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করেন।

আটককৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়ার গোলাপ শেখ এর ছেলে মো. মিজান শেখ (২৯) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত শামজুদ্দিন শেখ এর ছেলে সাইদুল ইসলাম শেখ (৪০)। সাইদুল বর্তমানে গোয়ালন্দ মোড় কোরমানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোয়ালন্দ বাজার এলাকা থেকে বৃহস্পতিবার দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় উল্লেখিত দুইজনকে আসামী করে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর বিকেল পাঁচটার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে সাইদুল ইসলাম ও মিজান শেখকে পুলিশ আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চোরাই বাই সাইকেল উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, থানায় অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এজাহার নামীয় দুই চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের দুই ঘন্টা পর চুরিকৃত বাই সাইকেল দুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।