০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ সীমিত আকারে চলছে ফেরি ও লঞ্চ, যে কোন মুহুর্তে বন্ধের প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি ঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার দুপুর থেকে সীমিত আকারে নৌযান চলাচল করছে। যে কোন মুহুর্তে এই রুটের নৌযান সম্পূর্ণভাবে চলাচল হয়ে যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধের নির্দেশনা আসছে। আমরা এ মুহুর্তে সীমিত আকারে ফেরি চালু রাখা হয়েছে। অধিকাংশ ফেরি বসিয়ে রাখা হয়েছে। তবে শুধুমাত্র রোগীবাহি এ্যাম্বুলেন্স, কাঁচাপণ্যের গাড়িসহ জরুরী গাড়ি পার করা হচ্ছে। এরপর কঠোর নির্দেশনা আসলে যে কোন মুহুর্তে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। সরকারের নির্দেশনা মোতাবেক চলতে হবে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নৌযান পারাপারের নির্দেশনা রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা আসলেও গতকাল দুপুরে সীমিত আকারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল করতে থাকে। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের লঞ্চ বন্ধের নির্দেশনা এসেছে। তবে ঢাকা থেকে প্রচুর পরিমান যাত্রী পাটুরিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষা করছে। ঘাটে পৌছে যাওয়া যাত্রীদেরকে দ্রুত পার করার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতে আমরা লঞ্চ বন্ধ করতে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতা কামনা করা হয়েছে। যাত্রীর চাপ কমলেই সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ সীমিত আকারে চলছে ফেরি ও লঞ্চ, যে কোন মুহুর্তে বন্ধের প্রস্তুতি

পোস্ট হয়েছেঃ ০১:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

বিশেষ প্রতিনিধি ঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার দুপুর থেকে সীমিত আকারে নৌযান চলাচল করছে। যে কোন মুহুর্তে এই রুটের নৌযান সম্পূর্ণভাবে চলাচল হয়ে যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধের নির্দেশনা আসছে। আমরা এ মুহুর্তে সীমিত আকারে ফেরি চালু রাখা হয়েছে। অধিকাংশ ফেরি বসিয়ে রাখা হয়েছে। তবে শুধুমাত্র রোগীবাহি এ্যাম্বুলেন্স, কাঁচাপণ্যের গাড়িসহ জরুরী গাড়ি পার করা হচ্ছে। এরপর কঠোর নির্দেশনা আসলে যে কোন মুহুর্তে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। সরকারের নির্দেশনা মোতাবেক চলতে হবে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নৌযান পারাপারের নির্দেশনা রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা আসলেও গতকাল দুপুরে সীমিত আকারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল করতে থাকে। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের লঞ্চ বন্ধের নির্দেশনা এসেছে। তবে ঢাকা থেকে প্রচুর পরিমান যাত্রী পাটুরিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষা করছে। ঘাটে পৌছে যাওয়া যাত্রীদেরকে দ্রুত পার করার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতে আমরা লঞ্চ বন্ধ করতে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জের সহযোগিতা কামনা করা হয়েছে। যাত্রীর চাপ কমলেই সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হবে।