০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বিজয় দিবসের প্রস্তুতি সভাঃ স্বাধীনতা বিরোধী পরিবারের কেউ উপস্থিত থাকবেনা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় ২০২২ পালন উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. আমীরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধী পরিবারের কেউ দাওয়াত পাক বা উপস্থিত হোক এটা আমরা চাইনা। গত দুই বছর ধরে অনেক চেষ্টার পর বন্ধ হয়েছে। এবছরও যেন ওই ধরনের পরিবারের কোন সদস্য উপস্থিত হতে না পারে, আজকের এই বিজয় দিবসের প্রস্তুতি সভায় জোড়ালো আবেদন করছি।

গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ পাল বলেন, বিজয় দিবসের মতো অনুষ্ঠানে স্বাধীনতা পক্ষের অনেক শিল্পী থাকার পর জাসাসের শিল্পীদের দিয়ে গান পরিবেশন করানো হয়। অথচ অনেক প্রগতিশীল শিল্পী গোষ্ঠি রয়েছে, তারা আমন্ত্রণ পায়না বা গান গাওয়ার সুযোগ দেওয়া হয়না। এ ধরনের সংস্কৃতি বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস বলেন, বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের মতো অনুষ্ঠানে কোন জাসাসের শিল্পীর গান গাওয়া তো দূরের কথা আমন্ত্রণও জানানো হবেনা। উপজেলা প্রশাসন থেকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, গোয়ালন্দে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে এখন পর্যন্ত শহীদ মিনার গড়ে উঠেনি। উপজেলা পর্যায়ে ঢাকঢোল পিটিয়ে বিজয় দিবস উদযাপন করা হলেও গ্রামাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পন বা বিজয় দিবস উদযাপন করতে পারেনা। প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার তৈরী করতে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পদক্ষেপ কামনা করেন।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, শুধুমাত্র উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের ওপর নির্ভর করে থাকলে হবেনা। প্রতি বছর সরকারিভাবে প্রত্যেকটি বিদ্যালয়ে সংস্কারসহ নানা ধরনের বরাদ্দ আসে। ওইসব বরাদ্দ থেকে হলেও শহীদ মিনার করা দরকার। এছাড়া প্রয়োজনে উপজেলা পরিষদ উদ্যোগ নিবে।

সভাপতি ইউএনও মো. জাকির হোসেন বলেন, উল্লেখিত বিষয়গুলি সকলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বিজয় দিবসের প্রস্তুতি সভাঃ স্বাধীনতা বিরোধী পরিবারের কেউ উপস্থিত থাকবেনা

পোস্ট হয়েছেঃ ০৮:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় ২০২২ পালন উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. আমীরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধী পরিবারের কেউ দাওয়াত পাক বা উপস্থিত হোক এটা আমরা চাইনা। গত দুই বছর ধরে অনেক চেষ্টার পর বন্ধ হয়েছে। এবছরও যেন ওই ধরনের পরিবারের কোন সদস্য উপস্থিত হতে না পারে, আজকের এই বিজয় দিবসের প্রস্তুতি সভায় জোড়ালো আবেদন করছি।

গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি গণেশ পাল বলেন, বিজয় দিবসের মতো অনুষ্ঠানে স্বাধীনতা পক্ষের অনেক শিল্পী থাকার পর জাসাসের শিল্পীদের দিয়ে গান পরিবেশন করানো হয়। অথচ অনেক প্রগতিশীল শিল্পী গোষ্ঠি রয়েছে, তারা আমন্ত্রণ পায়না বা গান গাওয়ার সুযোগ দেওয়া হয়না। এ ধরনের সংস্কৃতি বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস বলেন, বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের মতো অনুষ্ঠানে কোন জাসাসের শিল্পীর গান গাওয়া তো দূরের কথা আমন্ত্রণও জানানো হবেনা। উপজেলা প্রশাসন থেকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, গোয়ালন্দে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে এখন পর্যন্ত শহীদ মিনার গড়ে উঠেনি। উপজেলা পর্যায়ে ঢাকঢোল পিটিয়ে বিজয় দিবস উদযাপন করা হলেও গ্রামাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পন বা বিজয় দিবস উদযাপন করতে পারেনা। প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার তৈরী করতে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পদক্ষেপ কামনা করেন।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, শুধুমাত্র উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের ওপর নির্ভর করে থাকলে হবেনা। প্রতি বছর সরকারিভাবে প্রত্যেকটি বিদ্যালয়ে সংস্কারসহ নানা ধরনের বরাদ্দ আসে। ওইসব বরাদ্দ থেকে হলেও শহীদ মিনার করা দরকার। এছাড়া প্রয়োজনে উপজেলা পরিষদ উদ্যোগ নিবে।

সভাপতি ইউএনও মো. জাকির হোসেন বলেন, উল্লেখিত বিষয়গুলি সকলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।