০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী গোল্ডেশিয়া জুটমিলের সহস্রাধিক শ্রমিক-কর্মচারী পেল খাবার সামগ্রী

ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের কারণে রাজবাড়ী গোল্ডেশিয়া জুট মিল বন্ধ থাকায় সহস্রাধিক শ্রমিক অনেকটা অসহায় হয়ে পড়েছে। রোববার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি কাজী ইরাদত আলীর ব্যক্তিগত উদ্যোগে সহস্রাধিক শ্রমিক ও অসহায় কর্মচারীদের মধ্যে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিতরণ করা হয়।

রোববার দুপুর বারোটার দিকে গোল্ডেশিয়া জুটমিল চত্বরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী নিজে আট শতাধিক শ্রমিক ও দুই শতাধিক কর্মচারীর হাতে খাবার সামগ্রী তুলে দেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গোল্ডেশিয়া জুট মিলের পরিচালক অরুপ দত্ত হলি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমূখ। বিতরণকৃত খাবার সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি করে চাউল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ২টি করে লাইফবয় সাবান।

এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইরাদত আলী সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত মিল বন্ধ রাখা হয়েছে। এ সময় মিলের কোন শ্রমিক-কর্মচারী যাতে অসহায় হয়ে না পড়ে এজন্য তাদের পাশে দাড়িয়েছি। বন্ধকালীন সময় তারা যাতে পরিবারের সদস্যদের সাচ্ছন্দে চলতে পারে এ জন্য প্রত্যেককে চাউল, ডাল, তেল, আলু, লবন ও সাবান দেওয়া হয়েছে। এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মিলের কর্মরত শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য বিশেষভাবে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী গোল্ডেশিয়া জুটমিলের সহস্রাধিক শ্রমিক-কর্মচারী পেল খাবার সামগ্রী

পোস্ট হয়েছেঃ ০৭:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের কারণে রাজবাড়ী গোল্ডেশিয়া জুট মিল বন্ধ থাকায় সহস্রাধিক শ্রমিক অনেকটা অসহায় হয়ে পড়েছে। রোববার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি কাজী ইরাদত আলীর ব্যক্তিগত উদ্যোগে সহস্রাধিক শ্রমিক ও অসহায় কর্মচারীদের মধ্যে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিতরণ করা হয়।

রোববার দুপুর বারোটার দিকে গোল্ডেশিয়া জুটমিল চত্বরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী নিজে আট শতাধিক শ্রমিক ও দুই শতাধিক কর্মচারীর হাতে খাবার সামগ্রী তুলে দেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গোল্ডেশিয়া জুট মিলের পরিচালক অরুপ দত্ত হলি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমূখ। বিতরণকৃত খাবার সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি করে চাউল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ২টি করে লাইফবয় সাবান।

এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইরাদত আলী সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত মিল বন্ধ রাখা হয়েছে। এ সময় মিলের কোন শ্রমিক-কর্মচারী যাতে অসহায় হয়ে না পড়ে এজন্য তাদের পাশে দাড়িয়েছি। বন্ধকালীন সময় তারা যাতে পরিবারের সদস্যদের সাচ্ছন্দে চলতে পারে এ জন্য প্রত্যেককে চাউল, ডাল, তেল, আলু, লবন ও সাবান দেওয়া হয়েছে। এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মিলের কর্মরত শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য বিশেষভাবে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।