০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে করোনার টিকা প্রদান কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। প্রথম দিনই জেলায় ২১৮ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ইব্রাহিম টিটন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, ডাঃ আবু শহীদ, ডাঃ বিমল ব্যাপারী, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সুরজিৎ চক্রবর্তী প্রমূখ ব্যক্তিবর্গ টিকা গ্রহণ করেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যে রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ দুই হাজার মানুষ নিবন্ধন করেছেন। প্রথম দিনই চার শত মানুষের শরীরে টিকা প্রদান করা হয়। রাজবাড়ী সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রম এক যোগে উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী জেলায় ৩৬ হাজার করোনা টিকা এসেছে।

এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, বিশ্বের অনেক দেশ এখনো টিকা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী টিকার ব্যবস্থা করেছেন। তিনি রাজবাড়ী বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

পোস্ট হয়েছেঃ ১১:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে করোনার টিকা প্রদান কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। প্রথম দিনই জেলায় ২১৮ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ইব্রাহিম টিটন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, ডাঃ আবু শহীদ, ডাঃ বিমল ব্যাপারী, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সুরজিৎ চক্রবর্তী প্রমূখ ব্যক্তিবর্গ টিকা গ্রহণ করেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নিবন্ধন কার্যক্রম চলছে। ইতোমধ্যে রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ দুই হাজার মানুষ নিবন্ধন করেছেন। প্রথম দিনই চার শত মানুষের শরীরে টিকা প্রদান করা হয়। রাজবাড়ী সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রম এক যোগে উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী জেলায় ৩৬ হাজার করোনা টিকা এসেছে।

এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, বিশ্বের অনেক দেশ এখনো টিকা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী টিকার ব্যবস্থা করেছেন। তিনি রাজবাড়ী বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।