Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দ মহাসড়ক থেকে ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আওতাধীন নির্বাচনী পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণ কাজ শুরু করেছে গোয়ালন্দ পৌরসভা।

নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুসারে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে বুধবার থেকে ঢাকা-খুলনা মহাসড়কের সড়ক বিভাজকের উভয় পাশে স্থাপিত পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ শুরু করে। এ সময় গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌরসভার সচিব ও নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধিমালা অনুসারে গোয়ালন্দ পৌরসভার মধ্যে সড়ক বা স্থাপনায় পোস্টার, লিফলেট, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, আলোকসজ্জা ইত্যাদি অপসারণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আমরা ওই নির্দেশনা মোতাবেক তিন দিন শহেরে মাইকিং করেছি।

তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খানের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুসারে যারা মাইকিং এরপরও পৌরসভার আওতায় পোস্টার, লিফলেট, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, আলোকসজ্জা ইত্যাদি অপসারণ করেননি পৌরসভার পক্ষ থেকে অপসারণ শুরু করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সব ধরনের ধরনের পোস্টার, লিফলেট, বিলবোর্ড ইত্যাদি অপসারণ করা হবে।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। এ সময়ের আগে কেউ তার নির্বাচনী এলাকায় প্রচার চালাতে পারবেন না।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি