০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা আ.লীগের সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

রাজবাড়ীমেইল ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।

সংগঠনের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) রাজবাড়ী শহরের শহীদ খুশী রেলওয়ে ময়দানে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে জেলা আওয়ামী লীগ। পরে ধারাবাহিক ভাবে রাজবাড়ী পৌরসভার শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরএসকে ইনস্টিটিউশন, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চ, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা, রাজবাড়ী পৌর শ্মশান ঘাট, দক্ষিণ ভবানীপুর জামে মসজিদ ও রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড: শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, অসীম কুমার পাল, প্রচার সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন, সদস্য আব্দুস সালাম মন্ডল, পৌর আওয়ামী লীগর সভাপতি এ্যাড. উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি, সহ-সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ। এছাড়া সভায় সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে কাজী ইরাদত আলী বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্য কোন কর্মসূচী গ্রহণ করা হয়নি। তথাপি প্রধানমন্ত্রীর আহবানে রাজবাড়ীতে আমরা সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শরু করলাম। তিনি আরো বলেন, রাজবাড়ীর প্রতিটি উপজেলায় এবং ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি পালনে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নে এবং রাজবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রোপনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা আ.লীগের সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

পোস্ট হয়েছেঃ ০৮:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।

সংগঠনের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) রাজবাড়ী শহরের শহীদ খুশী রেলওয়ে ময়দানে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে জেলা আওয়ামী লীগ। পরে ধারাবাহিক ভাবে রাজবাড়ী পৌরসভার শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরএসকে ইনস্টিটিউশন, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চ, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা, রাজবাড়ী পৌর শ্মশান ঘাট, দক্ষিণ ভবানীপুর জামে মসজিদ ও রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, এ্যাড. গণেশ নারায়ন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড: শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, অসীম কুমার পাল, প্রচার সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন, সদস্য আব্দুস সালাম মন্ডল, পৌর আওয়ামী লীগর সভাপতি এ্যাড. উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি, সহ-সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ। এছাড়া সভায় সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে কাজী ইরাদত আলী বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্য কোন কর্মসূচী গ্রহণ করা হয়নি। তথাপি প্রধানমন্ত্রীর আহবানে রাজবাড়ীতে আমরা সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শরু করলাম। তিনি আরো বলেন, রাজবাড়ীর প্রতিটি উপজেলায় এবং ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি পালনে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নে এবং রাজবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রোপনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করেছেন।