০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গোয়ালন্দের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সী

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী। ঢাকায় শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছলে শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ৫ নম্বর ফেরি ঘাটে গণসংবর্ধনার আয়োজন করে। স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি মোশাররফ প্রামানিক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

দুপুর সাড়ে বারোটার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে কেটাইপ ফেরি কেতকীতে পৌছলে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় জমে। ফেরি থেকে নামার পর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সীকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে। ফেরির পন্টুন থেকে শুরু করে নির্ধারিত মঞ্চে ওঠার আগ পর্যন্ত তাঁকে ফুল ছিটিয়ে বরণ করেন। সাথে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। পরে মঞ্চে আ.লীগ ও সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ, অবহেলিত নারী ঐক্য সংগঠনসহ নানা সংগঠন তাঁকে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান, সহসভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সালাহ উদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সহ যুবলীগ, ছাত্রলীসহ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে গোয়ালন্দ উপজেলা আ.লীগ কার্যালয়ে আসেন নবনির্বাচিত চেয়ারম্যানকে নিয়ে। নেতৃবৃন্দকে সাথে করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। কার্যালয়ে বেলা তিনটায় আলোচনা সভায়। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী দলীয় নেতাকর্মীসহ প্রধান মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১০ ডিসেম্বর নির্বাচনে জনগন শতস্ফুর্তভাবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি মনে করি জনগনের ভোট নিয়ে ঘরে বসে থাকা নয়, সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্বাচিত করেছেন। জনগনের একজন সেবক হয়ে আমি সারা জীবন পাশে থাকতে চাই। আধুনিক গোয়ালন্দ গড়ার প্রত্যাশা নিয়ে সবার সহযোগিতায় যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে যেতে চাই।

উল্লেখ, মোস্তফা মুন্সী ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডা. আরিফুজ্জামান ঘোড়া পান ১৩ হাজার ৬০৬ ভোট। বিএনপির ধানের শীষ প্রার্থী মাহবুবুল আলম শাহিন ২ হাজার ৩৪৯ ভোট, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী আনারস ১ হাজার ৯২৮ ভোট ও সুলতান মাহমুদ মোটর সাইকেল পান ৩০৫ ভোট। পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলার ভোটার সংখ্যা ৯১ হাজার ৪৪০জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গোয়ালন্দের নব নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সী

পোস্ট হয়েছেঃ ০৬:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী। ঢাকায় শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছলে শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ৫ নম্বর ফেরি ঘাটে গণসংবর্ধনার আয়োজন করে। স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি মোশাররফ প্রামানিক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

দুপুর সাড়ে বারোটার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে কেটাইপ ফেরি কেতকীতে পৌছলে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় জমে। ফেরি থেকে নামার পর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সীকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে। ফেরির পন্টুন থেকে শুরু করে নির্ধারিত মঞ্চে ওঠার আগ পর্যন্ত তাঁকে ফুল ছিটিয়ে বরণ করেন। সাথে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। পরে মঞ্চে আ.লীগ ও সহযোগী সংগঠন, ইউনিয়ন পরিষদ, অবহেলিত নারী ঐক্য সংগঠনসহ নানা সংগঠন তাঁকে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান, সহসভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সালাহ উদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সহ যুবলীগ, ছাত্রলীসহ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে গোয়ালন্দ উপজেলা আ.লীগ কার্যালয়ে আসেন নবনির্বাচিত চেয়ারম্যানকে নিয়ে। নেতৃবৃন্দকে সাথে করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। কার্যালয়ে বেলা তিনটায় আলোচনা সভায়। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী দলীয় নেতাকর্মীসহ প্রধান মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ১০ ডিসেম্বর নির্বাচনে জনগন শতস্ফুর্তভাবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি মনে করি জনগনের ভোট নিয়ে ঘরে বসে থাকা নয়, সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্বাচিত করেছেন। জনগনের একজন সেবক হয়ে আমি সারা জীবন পাশে থাকতে চাই। আধুনিক গোয়ালন্দ গড়ার প্রত্যাশা নিয়ে সবার সহযোগিতায় যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে যেতে চাই।

উল্লেখ, মোস্তফা মুন্সী ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডা. আরিফুজ্জামান ঘোড়া পান ১৩ হাজার ৬০৬ ভোট। বিএনপির ধানের শীষ প্রার্থী মাহবুবুল আলম শাহিন ২ হাজার ৩৪৯ ভোট, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী আনারস ১ হাজার ৯২৮ ভোট ও সুলতান মাহমুদ মোটর সাইকেল পান ৩০৫ ভোট। পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলার ভোটার সংখ্যা ৯১ হাজার ৪৪০জন।