০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বিআইডব্লিউটিসি’র দুই ষ্টাফ করোনা পজিটিভ শনাক্ত, আবাসিক ম্যাস বন্ধ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে দুই জন ‘করোনা’ পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা দুই জনই বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ে কর্মরত। তারা গত তিন দিন ধরে এলাকা ছেড়ে নিজ এলাকার আইসোলেশনে রয়েছেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের দুইজন টার্মিনাল তত্বাবধায়ক (টিএস)। তাঁদের শরীরে গত তিন দিন ধরে জ্বর, ঠান্ডা ও সর্দির মতো করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে তাদের কাছ থেকে স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর কর্তৃপক্ষের সিদ্ধান্তে তারা কর্মস্থল ছেড়ে নিজ এলাকার হোম কোয়ারেন্টিনের পাশাপাশি আইসোলেশনে চলে যান। রোববার দুপুরে তাদের করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট আসে। করোনা পজিটিভ শনাক্ত হিসেবে আসা দুই জনের বয়স যথাক্রমে একজনের বয়স ৫৩ ও আরেক জনের বয়স ৪২। এদের মধ্যে ৫৩ বছর বয়সী ব্যক্তির বাড়ি চট্রগ্রাম শহরে। ৪২ বছর বয়সী ব্যক্তির বাড়ি টাঙ্গাইলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, ওই দুই ব্যক্তির সংস্পর্শে থাকা প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে। করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ওই ব্যক্তির মধ্যে চট্রগ্রাম শহরের বাসিন্দাকে রোববার দুপুরে জেলা সিভিল সার্জনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আটক করা হয়েছে। তাকে চট্রগ্রাম জেনারেল হাসপাতালের করোনা সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজনের বাড়ি টাঙ্গাইল বলা হলেও ঠিকানা সঠিকবলে মনে হচ্ছে না। খোঁজ খবর নিয়ে ধামরাই হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখানে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীমেইলকে বলেন, ওই দুই জনের সাথে সংস্পর্শে যারা আছেন তাদের প্রত্যেকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তারা যে আবাসিক ম্যাসে বসবাস করতেন, সেটিকে ইতিমধ্যে লকডাউন করা হয়েছে। করোনা পজিটিভ হওয়া ওই দুই জন নমুনা দেওয়ার পর নিজ গ্রামের বাড়ি চলে যাওয়ায় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বিআইডব্লিউটিসি’র দুই ষ্টাফ করোনা পজিটিভ শনাক্ত, আবাসিক ম্যাস বন্ধ

পোস্ট হয়েছেঃ ০৫:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে দুই জন ‘করোনা’ পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা দুই জনই বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ে কর্মরত। তারা গত তিন দিন ধরে এলাকা ছেড়ে নিজ এলাকার আইসোলেশনে রয়েছেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের দুইজন টার্মিনাল তত্বাবধায়ক (টিএস)। তাঁদের শরীরে গত তিন দিন ধরে জ্বর, ঠান্ডা ও সর্দির মতো করোনা উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে তাদের কাছ থেকে স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর কর্তৃপক্ষের সিদ্ধান্তে তারা কর্মস্থল ছেড়ে নিজ এলাকার হোম কোয়ারেন্টিনের পাশাপাশি আইসোলেশনে চলে যান। রোববার দুপুরে তাদের করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট আসে। করোনা পজিটিভ শনাক্ত হিসেবে আসা দুই জনের বয়স যথাক্রমে একজনের বয়স ৫৩ ও আরেক জনের বয়স ৪২। এদের মধ্যে ৫৩ বছর বয়সী ব্যক্তির বাড়ি চট্রগ্রাম শহরে। ৪২ বছর বয়সী ব্যক্তির বাড়ি টাঙ্গাইলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, ওই দুই ব্যক্তির সংস্পর্শে থাকা প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে। করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ওই ব্যক্তির মধ্যে চট্রগ্রাম শহরের বাসিন্দাকে রোববার দুপুরে জেলা সিভিল সার্জনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আটক করা হয়েছে। তাকে চট্রগ্রাম জেনারেল হাসপাতালের করোনা সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজনের বাড়ি টাঙ্গাইল বলা হলেও ঠিকানা সঠিকবলে মনে হচ্ছে না। খোঁজ খবর নিয়ে ধামরাই হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখানে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীমেইলকে বলেন, ওই দুই জনের সাথে সংস্পর্শে যারা আছেন তাদের প্রত্যেকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তারা যে আবাসিক ম্যাসে বসবাস করতেন, সেটিকে ইতিমধ্যে লকডাউন করা হয়েছে। করোনা পজিটিভ হওয়া ওই দুই জন নমুনা দেওয়ার পর নিজ গ্রামের বাড়ি চলে যাওয়ায় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।