০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’র করোনাভাইরাস প্রতিরোধে স্প্রে

মইনুল হকঃ ‘সেবার প্রত্যয়ে আমরা, এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুরকে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে জনসচেনতা ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন ‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’।

বৃৃহস্পতিবার সমিতির দুই সদস্য ফরহাদুল হক ও বশির আহমেদ এর ব্যাক্তিগত উদ্যোগে চর খানাপুরের জজপাড়া থেকে শুরু করে ধোপাখালি, মকবুলের দোকান, মালীপাড়া, ফয়জোদ্দিন মাতব্বর পাড়া গ্রাম সহ বেশ কয়েকটি মসজিদে জীবানুনাশক ষ্প্রে সহ লোকজনের মধ্যে সচেতনতা মূলক কার্যক্রম শুরু করা হয়। একই সাথে তারা ষ্টান্ডে দাড়িয়ে থাকা ভ্যান, অটো, রিক্সা, সাইকেল সহ যানবাহনে এই ষ্প্রে করেন।

সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ফরহাদুল হক ও বশির আহম্মদ। তাঁদের সাথে এ কাজে সার্বিক সহযোগীতা করেন সংগঠনের সদস্য ও স্থানীয় শাকিল, সাকিব, আকাশ, মিহিরাজ ও রায়হান।

এ প্রসঙ্গে ফরহাদুল হক ও বশির আহম্মেদ জানান, সারা দেশে মহামারি করোনা ভাইরাসে সব কিছুই প্রায় লকডাউন। কিন্তু আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে যত দিন করোনা ভাইরাসের এই পরিস্থিতি থাকবে চরখানখানা পুর ইউনিয়নে বিভিন্ন গ্রাম সহ মসজিদে গিয়ে প্রতি সাপ্তাহে আমরা জনসচেতনতা মূলক কাজ ও জীবানুনাশক এই ষ্প্রে কার্যক্রম চালিয়ে যাবো। এছাড়া যতটুকু আমরা পারি হতদরিদ্র মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’র করোনাভাইরাস প্রতিরোধে স্প্রে

পোস্ট হয়েছেঃ ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

মইনুল হকঃ ‘সেবার প্রত্যয়ে আমরা, এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুরকে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে জনসচেনতা ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন ‘ঢাকাস্থ খানখানাপুর সমিতি’।

বৃৃহস্পতিবার সমিতির দুই সদস্য ফরহাদুল হক ও বশির আহমেদ এর ব্যাক্তিগত উদ্যোগে চর খানাপুরের জজপাড়া থেকে শুরু করে ধোপাখালি, মকবুলের দোকান, মালীপাড়া, ফয়জোদ্দিন মাতব্বর পাড়া গ্রাম সহ বেশ কয়েকটি মসজিদে জীবানুনাশক ষ্প্রে সহ লোকজনের মধ্যে সচেতনতা মূলক কার্যক্রম শুরু করা হয়। একই সাথে তারা ষ্টান্ডে দাড়িয়ে থাকা ভ্যান, অটো, রিক্সা, সাইকেল সহ যানবাহনে এই ষ্প্রে করেন।

সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ফরহাদুল হক ও বশির আহম্মদ। তাঁদের সাথে এ কাজে সার্বিক সহযোগীতা করেন সংগঠনের সদস্য ও স্থানীয় শাকিল, সাকিব, আকাশ, মিহিরাজ ও রায়হান।

এ প্রসঙ্গে ফরহাদুল হক ও বশির আহম্মেদ জানান, সারা দেশে মহামারি করোনা ভাইরাসে সব কিছুই প্রায় লকডাউন। কিন্তু আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে যত দিন করোনা ভাইরাসের এই পরিস্থিতি থাকবে চরখানখানা পুর ইউনিয়নে বিভিন্ন গ্রাম সহ মসজিদে গিয়ে প্রতি সাপ্তাহে আমরা জনসচেতনতা মূলক কাজ ও জীবানুনাশক এই ষ্প্রে কার্যক্রম চালিয়ে যাবো। এছাড়া যতটুকু আমরা পারি হতদরিদ্র মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্।