০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এবার নদীতে জেলেদের জালে ৪৭ কেজি ওজনের বাগাড়, অর্ধ লাখ টাকায় বিক্রি

ষ্টাফ রিপোর্টারঃ এবার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের বিশাল এক বাগাড় মাছ। মঙ্গলবার ভোরের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জেলে আব্দুল মমিন হলদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা মাছটি কিনে ঢাকার এক শিল্পপতির কাছে অর্ধ লক্ষাধিক টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে মাছটি রশি দিয়ে বেধে রাখলে উৎসুক মানুষ ও পথযাত্রী এক নজর দেখতে ভিড় করেন। কয়েক বছরে এতবড় মাছ ধরা পড়েনি বলে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের দাবী। দৌলতদিয়া বাজারের রওশন মোল্লার আড়তে আব্দুল মমিন হলদার মাছ নিয়ে আসলে সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনেন।

জেলে মমিন হলদার জানান, সোমবার রাতে তিনি সহকর্মীদের সাথে করে নদীতে মাছ ধরতে নেমে যায়। প্রথম দফায় জাল ফেলে মাছ না পেয়ে হতাশ হন। দ্বিতীয়বার জাল ফেললে প্রায় ৭ কেজি ওজনের একটি কাতল মাছ আটকা পড়ে। তৃতীয়বার নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে ভোররাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে ভোরে অর্ধেকটা তোলার সাথে বড় ধরনের ঝাকি দেয়। এতে বুঝতে পারি বড় মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলে দেখি বিশাল আকারের একটি বাগাড় মাছ আটকা পড়েছে। দ্রুত মাছটি দৌলতদিয়ার রওশন আলীর আড়তে নিলামে দেই বিক্রির জন্য। এসময় ওজন দিয়ে দেখতে পাই মাছটি প্রায় ৪৭ কেজি কাঁচা ওজনের। মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪৭ কেজি ২০০ গ্রাম ওজনের বাগাড় মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে প্রায় ৪৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছি। মাছটি জীবিত রাখতে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে মোটা রশি দিয়ে বেধে রেখে ঢাকার বিভিন্ন পরিচিত জনদের সাথে যোগাযোগ করতে থাকি। দুপুরে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ৫৪ হাজার টাকায় বিক্রি করেছি। ৭ কেজি ওজনের একটি কাতল মাছ ৮০০ টাকা কেজি দরে কিনেছি। কাতল মাছটি ৯০০ বা ৮৫০ টাকা কেজি দরে পেলে বিক্রি করে দিব। এই ধরনের বাগাড় মাছ কয়েক বছরেও পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দৌলতদিয়ার ৬নম্বর ফেরিঘাট সংলগ্ন জেলে হজরত আলীর জালে প্রায় ৩০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৯৫০ টাকা কেজি দরে কিনে নেন। দৌলতদিয়ার অদুরে পদ্মা নদীতে গোবিন্দ হালদারের জালে ২৫ কেজি ওজনের বাগাড়, ফারুক হলদারের জালে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাশ, শাহীন হলদারের জালে ২০ কেজি ওজনের পাঙ্গাশ আটক করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, এতবড় মাছ এই মৌসুম কেন গত ৭-৮ বছরেও ধরা পড়েনি। আমার ধারণা এই মৌসুমে আরো বড় মাছ ধরা পড়তে পারে। এটা এই অঞ্চল গোটা দেশের জন্য সুখবর।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

এবার নদীতে জেলেদের জালে ৪৭ কেজি ওজনের বাগাড়, অর্ধ লাখ টাকায় বিক্রি

পোস্ট হয়েছেঃ ১১:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ এবার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের বিশাল এক বাগাড় মাছ। মঙ্গলবার ভোরের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জেলে আব্দুল মমিন হলদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা মাছটি কিনে ঢাকার এক শিল্পপতির কাছে অর্ধ লক্ষাধিক টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে মাছটি রশি দিয়ে বেধে রাখলে উৎসুক মানুষ ও পথযাত্রী এক নজর দেখতে ভিড় করেন। কয়েক বছরে এতবড় মাছ ধরা পড়েনি বলে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের দাবী। দৌলতদিয়া বাজারের রওশন মোল্লার আড়তে আব্দুল মমিন হলদার মাছ নিয়ে আসলে সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনেন।

জেলে মমিন হলদার জানান, সোমবার রাতে তিনি সহকর্মীদের সাথে করে নদীতে মাছ ধরতে নেমে যায়। প্রথম দফায় জাল ফেলে মাছ না পেয়ে হতাশ হন। দ্বিতীয়বার জাল ফেললে প্রায় ৭ কেজি ওজনের একটি কাতল মাছ আটকা পড়ে। তৃতীয়বার নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে ভোররাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে ভোরে অর্ধেকটা তোলার সাথে বড় ধরনের ঝাকি দেয়। এতে বুঝতে পারি বড় মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলে দেখি বিশাল আকারের একটি বাগাড় মাছ আটকা পড়েছে। দ্রুত মাছটি দৌলতদিয়ার রওশন আলীর আড়তে নিলামে দেই বিক্রির জন্য। এসময় ওজন দিয়ে দেখতে পাই মাছটি প্রায় ৪৭ কেজি কাঁচা ওজনের। মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪৭ কেজি ২০০ গ্রাম ওজনের বাগাড় মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে প্রায় ৪৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছি। মাছটি জীবিত রাখতে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে মোটা রশি দিয়ে বেধে রেখে ঢাকার বিভিন্ন পরিচিত জনদের সাথে যোগাযোগ করতে থাকি। দুপুরে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ৫৪ হাজার টাকায় বিক্রি করেছি। ৭ কেজি ওজনের একটি কাতল মাছ ৮০০ টাকা কেজি দরে কিনেছি। কাতল মাছটি ৯০০ বা ৮৫০ টাকা কেজি দরে পেলে বিক্রি করে দিব। এই ধরনের বাগাড় মাছ কয়েক বছরেও পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দৌলতদিয়ার ৬নম্বর ফেরিঘাট সংলগ্ন জেলে হজরত আলীর জালে প্রায় ৩০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৯৫০ টাকা কেজি দরে কিনে নেন। দৌলতদিয়ার অদুরে পদ্মা নদীতে গোবিন্দ হালদারের জালে ২৫ কেজি ওজনের বাগাড়, ফারুক হলদারের জালে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাশ, শাহীন হলদারের জালে ২০ কেজি ওজনের পাঙ্গাশ আটক করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, এতবড় মাছ এই মৌসুম কেন গত ৭-৮ বছরেও ধরা পড়েনি। আমার ধারণা এই মৌসুমে আরো বড় মাছ ধরা পড়তে পারে। এটা এই অঞ্চল গোটা দেশের জন্য সুখবর।