Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন নদীগর্ভে বিলীন ৩০০ মিটার এলাকা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ অক্টোবর ২০২১, ১১:১০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ পদ্মায় তীব্র স্রোতের কারনে গোদার বাজার শহর রক্ষা বেড়ি বাঁধের নিচে তীর প্রতিরক্ষা বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এ ভাঙ্গনে সিসি ব্লকে বাঁধানো ৩০০ মিটার এলাকা, ১০টি পাকা ও আধা পাকা বাড়ি ও বড় গাছ নদীতে বিলীন হয়েছে। গত তিন দিন ধরে ভাঙ্গন অব্যাহত থাকায় এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নদী তীর রক্ষা বাঁধ ভেঙ্গে বেড়ি বাঁধের মাত্র ১০ মিটারের মধ্যে চলে এসছে নদীর ভাঙ্গন। স্রোতর তীব্রতায় বিশাল এলাকা জুড়ে দেখা দিয়েছে ফাঁটল। পাঁকা হয়ে গেছে সিসি ব্লকের স্থানে স্থানে। হুমকিতে পরেছে শহর ও শহর রক্ষা বেড়ি বাঁধ। ভাঙ্গনে প্রায় ১০টি বাড়ি ও বেশ কিছু গাছ নদীতে বিলীন হয়। ভাঙ্গন অব্যাহত থাকায় এ স্থানের বেশ কিছু পাকা ও আধাঁ পাকা বাড়ি ঘর, গাছপালা, মসজিদ, এতিমখানা, সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ অর্ধ শতাধিক বাড়ি হুমকিতে রয়েছে। ধ্বসে গেছে বাঁধের প্রায় ২০ হাজার সিসি ব্লক।ভাঙ্গন কবলিতরা বসবাস করছেন মারাত্বক হুমকিতে। দিন-রাত যাপন করছেন ভাঙ্গন আতঙ্ক নিয়ে। অনেকে বাড়ি ঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র, কেটে সরিয়ে নিচ্ছেন গাছপালা।

গত মে মাসের শেষে ৩৭২ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজ শেষ হয় নতুন তীর প্রতিরক্ষা বাঁধের। এর মধ্যে প্রতিরক্ষা বাঁধে ১০টি স্থানে ১০ বার ভাঙ্গন দেখা দেয়। এতে এ পর্যন্ত ১২০০ মিটার সিসি ব্লকে বাঁধানো তীর প্রতিরক্ষা বাঁধ এলাকা নদী গর্ভে বিলীন হয়। বর্তমানে প্রতিরক্ষা বাঁধের ৭ কিলোমিটারের পুরো অংশ সিসি ব্লকের স্থানে ফাঁকা হয়ে যাওয়ায় ভাঙ্গন ঝুঁকিতে পরেছে পুরো বাঁধ। বার বার ভাঙ্গনের কবলে পরে পুরো তীর প্রতিরক্ষা বাঁধ এখন ঝুকিপূর্ণ ও হুমকিতে পরেছে। হুমকিতে পরেছে শহর রক্ষা বেড়ি বাঁধ ও শত শত পারিবার। তবে ভাঙ্গন স্থানে ভাঙ্গনের আগে প্রয়োজনীয় ব্যাবস্থা না নেওয়া এমন পরিস্থিতি হয়েছে বলে অভেযোগ করেন এলাকাবাসি।

ভয়াবহ ভাঙ্গনে গোদার বাজার এলাকার তীর প্রতিরক্ষা বাঁধ নদীতে বিলীন হচ্ছে। ভাঙ্গন অব্যাহত থাকায় বেড়ি বাঁধ সহ শত শত পরিবার হুমকিতে পরেছে। স্কুল, মসজিদ, ঘরবাড়ি সহ চরম আতঙ্ক বিরাজ করছে ভাঙ্গন এলাকাবাসির। হুমকিতে পরেছে পুরো বেড়ি বাঁধ। ভাঙ্গন স্থানে প্রচুর পরিমানে বালূ ভর্তি বস্তা ফেলা না হলে ঠোকানো যাবে না স্কুল, মসজিদ ও বাড়ি ঘর, শহর রক্ষা বেড়ি বাঁধ।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান অংকুর বলেন, গত তিন দিন ধরে গোদার বাজার এলাকায় প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন রোধে জিও টিউব ও জিও ব্যাগের বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে। ভাঙ্গন ঝুকি থাকলে বস্তাও ফেলা অব্যাহত থাকবে। বেড়ি বাঁধের নিকটে ভাঙ্গন থাকায় সতর্ক রয়েছেন তারা। ভবিষ্যতে বেড়ি বাঁধের কোন ক্ষতি না হয় সে চেষ্টা করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি