০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আত্মসমর্পনকারী সর্বহারা সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের বরাটে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা পার্টির আত্মসমর্পনকারী সদস্য ইয়ার আলী প্রামানিককে (৫৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। গুরুতর আহত ইয়ার আলী প্রামানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের মৃত ফেরদৌস প্রামানিকের ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, ইয়ার আলী প্রামানিক গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউপির বরাট অন্তার মোড় এলাকায় চায়ের দোকান করেন। প্রতিদিনের মত তিনি শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চায়ের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। দোকান থেকে আনুমানিক ৪০০ গজ দুরে পৌছলে ৬-৭ জনের অজ্ঞাত দূর্বৃত্তদল তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এতে তার পেটের বাম পাশে ও হাতে গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ব জখম হন। এসময় তিনি জীবন রক্ষায় চিৎকার করলে দুর্বৃত্তরা সামনে ও পিছনে থাকা দুটি ভাগে বিভক্ত হয়ে গুলি ছুড়তে থাকে। পরে তিনি রাস্তার পাশের জনৈক হারুন সরদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এসময় তিনি বাচাও বলে চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা এলোমেলোভাবে আরো কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পদ্মা নদীর দিকে চলে যায়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌছে। এসময় পুলিশের সহায়তায় ইয়ার আলীর পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ চারটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করে।

ওসি আরো জানান, ইয়ার আলী নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে ইয়ার আলী সহ চরমপন্থী বেশকিছু সদস্য পাবনায় এক অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আত্মসমর্পন করেন। পূর্বের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যহত আছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আত্মসমর্পনকারী সর্বহারা সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা

পোস্ট হয়েছেঃ ০৬:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের বরাটে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা পার্টির আত্মসমর্পনকারী সদস্য ইয়ার আলী প্রামানিককে (৫৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। গুরুতর আহত ইয়ার আলী প্রামানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের মৃত ফেরদৌস প্রামানিকের ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, ইয়ার আলী প্রামানিক গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউপির বরাট অন্তার মোড় এলাকায় চায়ের দোকান করেন। প্রতিদিনের মত তিনি শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চায়ের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। দোকান থেকে আনুমানিক ৪০০ গজ দুরে পৌছলে ৬-৭ জনের অজ্ঞাত দূর্বৃত্তদল তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এতে তার পেটের বাম পাশে ও হাতে গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ব জখম হন। এসময় তিনি জীবন রক্ষায় চিৎকার করলে দুর্বৃত্তরা সামনে ও পিছনে থাকা দুটি ভাগে বিভক্ত হয়ে গুলি ছুড়তে থাকে। পরে তিনি রাস্তার পাশের জনৈক হারুন সরদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এসময় তিনি বাচাও বলে চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা এলোমেলোভাবে আরো কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পদ্মা নদীর দিকে চলে যায়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌছে। এসময় পুলিশের সহায়তায় ইয়ার আলীর পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ চারটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করে।

ওসি আরো জানান, ইয়ার আলী নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে ইয়ার আলী সহ চরমপন্থী বেশকিছু সদস্য পাবনায় এক অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আত্মসমর্পন করেন। পূর্বের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যহত আছে।