০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরে কারখানায় কাজ করতে গিয়ে শনিবার বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সবুজ শেখ (২৫)। সে ঝিনাইদাহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমজান আলীর ছেলে। বালিয়াকান্দি সদর ইউনিয়নের ওয়াপদা মোড়ের খান জাহান আর মেটাল নামক দোকানে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ও বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, নিহত সবুজ গত ২২ দিন ধরে খান জাহান আর মেটালে শ্রমিকের কাজ করছিলেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে এসএস পাইপের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জানান, সবুজ শেখ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে আনার সাথেই মৃত্যুবরণ করেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এস.আই) মিলন মিয়া বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দিতে কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৭:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরে কারখানায় কাজ করতে গিয়ে শনিবার বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সবুজ শেখ (২৫)। সে ঝিনাইদাহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমজান আলীর ছেলে। বালিয়াকান্দি সদর ইউনিয়নের ওয়াপদা মোড়ের খান জাহান আর মেটাল নামক দোকানে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ও বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, নিহত সবুজ গত ২২ দিন ধরে খান জাহান আর মেটালে শ্রমিকের কাজ করছিলেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে এসএস পাইপের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জানান, সবুজ শেখ বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে আনার সাথেই মৃত্যুবরণ করেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এস.আই) মিলন মিয়া বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।